25 টাকার হ্যাকিং অ্যাপ !

Описание к видео 25 টাকার হ্যাকিং অ্যাপ !

একাধিক আন্তর্জাতিক বিনোদন চ্যানেলের অ্যাপ হ্যাক । অ্যাপ হ্যাক করার অপরাধে আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে গ্রেফতার যুবক । একটি বিনোদন চ্যানেলের আধিকারিকের দাবি, প্রায় 2 মাস ধরে তাঁদের একাধিক চ্যানেল হ্যাকিং সংক্রান্ত বিষয়ে তদন্ত চালানোর পর, তাঁরা দেখেন বেআইনিভাবে একটি অ্যাপ তৈরি করা হয়েছে । ভারতের সমস্ত বিনোদন চ্যানেল, পাশাপাশি পাকিস্তান সহ ও মধ্যপ্রাচ্যের একাধিক নিষিদ্ধ চ্যানেলের ভিডিয়ো হ্যাকিং করার পাশাপাশি গ্রাহকের কাছ থেকে 25 টাকার বিনিময়ে অবৈধভাবে অ্যাপটি চালাচ্ছে অসম-বাংলা সীমানা লাগোয়া ওই যুবক । অবৈধ অ্যাপ তৈরিতে অভিযুক্ত সুদীপ সূত্রধর । পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের তৈরি করা অ্যাপ সাবস্ক্রাইব করলেই ভারতে নিষিদ্ধ বহু রাষ্ট্র বিরোধী চ্যানেল সহজেই দেখা যেত, যেখানে পাকিস্তান-সহ মধ্য প্রাচ্যের বেশ কিছু চ্যানেলও রয়েছে । বিনোদন চ্যানেলের পক্ষ থেকে কুমারগ্রাম থানায় লিখিত অভিযোগ জমা পড়লে, বারোবিশা ফাঁড়ির পুলিশ ওই যুবককে গ্রেফতার করে ।

#hacking #cybercrime #westbengal #aajtakbangla #cybersecurity #alipurduar #crime #crime_news #hackingapp #hackingapps #news #WBT05

Follow Us on:

Facebook:   / aajtakbangla  
Twitter:   / aajtakbangla  
Instagram:   / aajtakbangla  

Комментарии

Информация по комментариям в разработке