নীলগিরি ভ্রমণ | বান্দরবান এর দর্শনীয় স্থান

Описание к видео নীলগিরি ভ্রমণ | বান্দরবান এর দর্শনীয় স্থান

নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবান জেলায় তেংপ্লং চুট পাহাড়চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে কাফ্রুপাড়া সংলগ্ন পাহাড় চূড়ায় অবস্থিত। বান্দরবান থেকে থানচীগামী রাস্তা ধরে পাহাড়ী পথে নীলগিরি পৌঁছানো যায়। এটি বাংলাদেশের সর্ব উঁচুতে অবস্থিত পর্যটন কেন্দ্র। সমুদ্র পৃষ্ঠ থেকে এই নীলগিরি পর্যটন কেন্দ্রের উচ্চতা ২২০০ ফুট বা প্রায় ৬৭১ মিটার। বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্র গুলোর একটি নীলগিরি পর্যটন কেন্দ্র।

নীলগিরি প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এক মেঘের রাজ্য। নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে দেখতে পাবেন সারি সারি মেঘের দল পাহাড়ে আছড়ে পড়ার দৃশ্য এবং প্রকৃতির অপার সৌন্দর্য্য আপনাকে বিমোহিত করবে। সবুজ পাহাড় আর সাদা মেঘের লুকোচুরির এই অসাধারণ দৃশ্য দেখে যে কেউ পুলকিত হবেন। নীলগিরিতে মেঘ আপনার কাছে আসবে, এমনকি আপনি এটি ধরতে পারবেন আপনার হাতে। আকাশ পরিষ্কার থাকলে নীলগিরির চূড়ায় দাড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন বগালেক, কেওক্রাডং পাহাড় এর চুড়া, কক্সবাজারের সমুদ্র সৈকত, চট্টগ্রাম বন্দর ও সাঙ্গু নদীর অপার সৌন্দর্য্য।

নীলগিরির কাছাকাছি রয়েছে বেশ কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গ্রাম। নীলগিরির একদম কাছে কাপ্রু পাড়া, আপনি সহজেই পরিদর্শন করে ম্রো নৃ-গোষ্ঠী সম্পর্কে জানতে পারবেন।

নীলগিরি রিসোর্ট একটি জনপ্রিয় রিসোর্ট যেখানে রয়েছে রাত্রিযাপন এর ব্যবস্থা। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য জীবনের সেরা রাত হতে পারে নীলগিরিতে রাত্রিযাপন।

নিরাপত্তার কারণে নীলগিরি যাওয়ার পথে সেনা চেকপয়েন্টে পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হয়। এ কারণে বিকেল ৫ টার পর আর কোনো উপায় বা অনুমতি নেই নীলগিরিততে যাওয়ার জন্য। তাই ভ্রমণের আগে সময়ের দিকে নজর রাখুন। নীলগিরি ভ্রমণের জন্য, একজন পর্যটক হিসাবে, আপনার টিকেটের প্রয়োজন হবে এবং সাথে গাড়ী থাকলে প্রয়োজন হবে পার্ক করার জন্য নির্দিষ্ট পরিমান পার্কি চার্জ।

নীলগিরি যাওয়ার পথে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার দু ধারে দেখতে পাবেন বান্দরবানের অপার সৌন্দর্য। এছাড়া নীলগিরি যাওয়ার পথেই রয়েছে
💚 মিলনছড়ি ভিউ পয়েন্টঃ এটি বান্দরবান শহর থেকে নীলগিরি যাওয়ার পথে ৪ কিলোমিটার দুরত্বে অবস্থিত।
💚 শৈল প্রপাত ঝর্ণাঃ এটি বান্দরবান শহর থেকে ৭ কিলোমিটার দুরত্বে অবস্থিত।
💚 চিম্বুক পাহাড়ঃ এটি বান্দরবান শহর থেকে ২৪ কিলোমিটার দুরত্বে অবস্থিত।
💚 চিম্বুকে সুযোদয় পয়েন্টঃ এটি বান্দরবান শহর থেকে ২৫ কিলোমিটার দুরত্বে অবস্থিত।
💚 টাইটানিক ভিউ পয়েন্ট এবং ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টঃ এটি বান্দরবান শহর থেকে ৪২ কিলোমিটার বা নীলগিরির ৩ কিলোমিটার আগেই অবস্থিত।

💜 নীলগিরি পর্যটন কেন্দ্রে কিভাবে যাওয়া যায়ঃ
দেশের যেকোনো প্রান্ত থেকে নীলগিরি যেতে হলে প্রথমে বান্দরবান আসতে হবে। বান্দরবান থেকে নীলগিরি যেতে পারেন জীপ, চান্দেরগাড়ি, সিএনজি বা লোকাল বাসে। সবচেয়ে ভালো উপায় হল রিজার্ভ গাড়িতে যাওয়া। এটি আপনাকে নীলগিরি এবং বান্দরবানের আশেপাশের কিছু এলাকা ঘুরে দেখতে সাহায্য করবে। দিনের মধ্যে ফিরে আসতে চাইলে বান্দরবান জিপ স্টেশন থেকে গাড়িতে উঠতে হবে। বিভিন্ন গাড়ি অনুসারে, এটির জন্য আপনার খরচ হতে পারে ৩০০০ থেকে ৫০০০ টাকা। একটি চান্দের গাড়িতে ১২-১৪ জন যেতে পারেন, ল্যান্ডক্রুজার টাইপের জিপে ৭-৮ জন, ছোট জিপে যেতে পারেন ৪ জন। এবং সিএনজি চড়ে ২-৩ জন যেতে পারবেন।

💜 নীলগিরি পর্যটন কেন্দ্রে খাওয়া ও থাকার ব্যবস্থাঃ
নীলগিরিতে খাবারের জন্য একটি মাত্র রেস্তোরাঁ রয়েছে তাই সেখানে খেতে হলে আগে থেকে অর্ডার করে রাখতে হবে। আর নীলগিরি পর্যটন স্পট এর গেটে পাবেন কিছু স্থানীয় ফল ও কিছু শুকনা খাবার। অথবা নীলগিরি থেকে ফিরে এসে বান্দরবান শহরে খেতে হবে।

নীলগিরিতে থাকার জন্য সরকারী ব্যবস্থাপনায় সেনবাহিনী নিয়ন্ত্রিত কটেজে রয়েছে এই রিসোর্ট সবার কাছে আকর্ষনীয় হওয়ায় সাধারণত মাস খানেক আগে বুকিং না দিলে রুম পাওয়া যায় না। তাই বেশীরভাগ পর্যটক ই বান্দরবান শহরে আবস্থান করে দিনে গিয়ে ওই দিনেই বান্দরবান ফিরে আসেন।

বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যানাতে পারেন কমেন্ট করে, শেয়ার করে যানাতে পারেন আপনার বন্ধুদের কে আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও তে নতুন স্থানে সে পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ভিডিও অধ্যায়
00:15 | মেঘের রাজ্য নীলগিরিতে স্বাগতম
00:32 | নীলগিরি পর্যটন কেন্দ্রের বর্ননা
03:00 | মিলনছড়ি ভিউ পয়েন্ট
03:18 | শৈল প্রপাত ঝর্ণা
03:28 | চিম্বুক পাহাড় ও চিম্বুকে সুযোদয় পয়েন্ট
03:42 | টাইটানিক ভিউ পয়েন্ট এবং ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট
03:55 | কিভাবে মেঘের রাজ্য নীলগিরিতে যাবেন
04:45 | নীলগিরিতে খাওয়া ও থাকার ব্যবস্থা
05:25 | নীলগিরি পর্যটন কেন্দ্র থেকে বিদায় ও ধন্যবাদ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

#নীলগিরি
#নীলগিরি_ভ্রমণ
#নীলগিরি_বান্দরবান
#মেঘের_রাজ্য_নীলগিরি

Комментарии

Информация по комментариям в разработке