This video is about competitive exam (like BCS Preliminary & Job Exam, University Admission Test, SSC, HSC & so on) preparation of Bangla Subject. Its the overall discussion of Bangla 2nd Paper Grammatical topic Voice-box (Bangjontro/বাগযন্ত্র), Sound (Dhoni/ধ্বনি), Letter (Borno/বর্ণ) & Syllable (Okkhor/অক্ষর). In this discussion also includes some important Questions with grammatical explanation of Bagjontro (বাগযন্ত্র), Dhoni (ধ্বনি), Borno (বর্ণ) & Okkhor (অক্ষর). Hope, This video will help to understand properly about these topics & also will help to take a good preparation for the Competitive Exam, BCS Preliminary Exam, Job Exam, University Admission Test, HSC, SSC & JSC Level Students. Let's Learn & Enjoy it.
With Best Regards
Shoilpik Presents (শৈল্পিক প্রযোজনা)
-------------------------------------------
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে এ আলোচনাটি প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিসহ যেকোনো ধরনের চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, উচ্চ-মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক বা এসএসসি পরীক্ষার প্রস্তুতির কথা বিবেচনায় রেখে প্রস্তুতকৃত। বাংলা ২য় পত্রের ব্যাকরণভিত্তিক খুবই গুরুত্বপূর্ণ টপিক- বাগযন্ত্র, ধ্বনি, বর্ণ ও অক্ষর - এ চারটি বিষয়ের সূক্ষ্মাতিসূক্ষ্ম আলোচনা করা হয়েছে এ ভিডিওতে। প্রতিটি আলোচনার সাথে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহের উত্তরসহ যৌক্তিক বিশ্লেষণও যুক্ত করা হয়েছে। এ আলোচনায় বাগযন্ত্র কাকে বলে, বাগযন্ত্রের উপাদানগুলো কী কী, ধ্বনি বলতে কী বোঝায়, ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক, ধ্বনিমূল, ধ্বনিতত্ত্ব, ধ্বনি নির্দেশক প্রতী বা চিহ্ন হিসেবে বর্ণ, ৫০টি বর্ণমালা, ১১টি স্বরবর্ণ, ৩৯টি ব্যঞ্জনবর্ণ, উচ্চারণের ক্ষুদ্রতম একক অক্ষর, অক্ষর কীভাবে বের করতে হয় প্রভৃতি বিষয়গুলো অনুপুঙ্খভাবে উপস্থাপন করা হয়েছে। তাই আশা করছি, বাগযন্ত্র, ধ্বনি, বর্ণ ও অক্ষর - এ বিষয়গুলো ভালোভাবে বোঝার ক্ষেত্রে এবং বিসিএস সহ চাকরির পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে এ আলোচনাটি বেশ উপকারে আসবে। ধন্যবাদ।
সবার সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি।
শুভেচ্ছান্তে-
রায়হান আরিফুর রহমান (Raihan Ariphur Rahman)
প্রভাষক, বাংলা বিভাগ (Lecturer, Dept. of Bengali)
নটর ডেম কলেজ, ঢাকা। (Notre Dame College, Dhaka)
ঢাকা, ২২ মে ২০২১
Информация по комментариям в разработке