Apply Link: http://btebadmission.gov.bd/website/
ভর্তি নীতিমালা: http://btebadmission.gov.bd/website/L...
how to apply Govt Diploma Engineering Admission-2022
২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানসমূহে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তির বিজ্ঞপ্তি ও নির্দেশিকা
২০২১-২০২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের আওতাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর পরিচালিত সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট (কুমিল্লা), রাজশাহী সার্ভে ইনস্টিটিউট ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের বিভিন্ন টেকনােলজিতে ও বিএমইটি পরিচালিত বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনােলজিসমূহে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইনইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের মেরিন, শিপ বিল্ডিং টেকনােলজিতে ১ম পর্বের ১ম ও ২য় শিফটে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
১.০ ভর্তির শিক্ষাগত যােগ্যতা : ১১ সকল শিক্ষা বোের্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি/ দাখিল/ এসএসসি(ভােকেশনাল)/ দাখিল (ভােকেশনাল)/ সমমানের পরীক্ষায়
উত্তীর্ণ। তবে ছাত্রদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জি.পি, ৩.০০ সহ কমপক্ষে জি.পি.এ. ৩.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা এবং ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জি.পি, ৩.০০ সহ কমপক্ষে জি.পি.এ. ৩.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা অথবা 'ও' লেভেলে যে কোন একটি বিষয়ে 'সি' গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ডি গ্রেডে উত্তীর্ণ যেকোন বয়সের শিক্ষার্থীরা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। জিপিএ পদ্ধতি চালুর পূর্বে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগপ্রাপ্ত উত্তীর্ণ যে কোন বয়সের শিক্ষার্থী আবেদন করতে পারবে। উল্লেখ্য, সাধারন, মাদ্রাসা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাধারার যথাক্রমে: বিজ্ঞান, দাখিল (বিজ্ঞান) ও এস.এস.সি. (ভােকঃ)/দাখিল (ভােকঃ) ব্যতিত অন্যান্য বিভাগ এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি/সমমান পরীক্ষায় পাস করেছেন সেসকল Non Science” শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে শিখনস্বল্পতা (Learning Gap) দূরীকরনের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক প্রণয়নকৃত ০৬ (ছয়) সপ্তাহব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স (Remedial Course) এর বিষয়বস্তুর উপর বাের্ড কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত জিপিএ থাকা সাপেক্ষে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম পর্বে ভর্তির আবেদনের যােগ্য বলে বিবেচিত হবে। এ সকল শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স (Remedial Course) এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য বর্ণিত
লিংকে (http://180.211.164.133/remedial/) রেজিস্ট্রেশনের জন্য অনুরােধ করা হলাে। ১.২ এস.এস.সি. সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনােলজি, নারায়ণগঞ্জ হতে ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড
কোর্স পাস প্রার্থীরাও আবেদন করতে পারবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড আগারগাঁও, শেরে-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭।
www.bteb.gov.bd
২.০ আবেদনের পদ্ধতি ও নিয়মাবলী: ২.১ ভর্তিচ্ছু প্রার্থীকে অন-লাইনে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৬০/- (একশত ষাট টাকা) অথবা উভয় শিফটে আবেদনের জন্য
আবেদন ফি বাবদ ৩২০ (তিনশত বিশ টাকা) প্রথমে টেলিটক/রকেট/বিকাশ এর মাধ্যমে জমা দিতে হবে। অতঃপর www.btebadmission.gov.bd অথবা www.bteb.gov.bd অথবা www.techedu.gov.bd অথবা www.tmed.gov.bd অথবা www.bmet.gov.bd অথবা www.dot.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম (Application form) যথাযথভাবে পূরণ করতে হবে। ২০১৫ সালের পূর্বের এসএসসি/সমমান পরীক্ষায় পাশকৃত সকল শিক্ষার্থীদের অথবা কোন কোন ক্ষেত্রে তার পরের পাশকৃত শিক্ষার্থীদেরকে (যাদের তথ্য ডাটাবেসে নেই) আবেদন ফি প্রদানে বিশেষ সতর্কতার অনুরােধ জানানাে যাচ্ছে, আবেদন ফি প্রদানের পর উক্ত শিক্ষার্থীরা আবেদন ফর্ম পূরনের পূর্বে নির্ধারিত বিশেষ ফর্মে এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল এবং ব্যক্তিগত প্রয়ােজনীয় তথ্য প্রদান করবেন। এই ক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী শিক্ষার্থীর আবেদন বাতিল হয়ে যেতে পারে।
| সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, মনােটেকনিক ইনস্টিটিউট, মেরিন ইনস্টিটিউট এবং টেক্সটাইল ইনস্টিটিউটসমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে। ৩.০ ফি জমা দেয়ার পদ্ধতিঃ
ক) টেলিটক মাধ্যমে ফি জমাদান পদ্ধতি: ৩.১ টেলিটক মােবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BTAD লিখে, স্পেস দিয়ে শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস.এস.সি,
পরীক্ষার রােল নম্বর লিখে, স্পেস দিয়ে এস.এস.সি. পাসের সন লিখে স্পেস দিয়ে ভর্তির শিফটের নির্ধারণ অক্ষর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
diploma in engineering,diploma engineering,diploma admission,diploma in engineering admission 2021-2022,govt diploma admission 2021 online,polytechnic diploma engineering admission-2022,diploma engineering admission 2022,diploma in engineering admission 2021-22,diploma engineering admission 2020,diploma engineering admission,diploma in engineering admission 2021,diploma,government diploma engineering admission 2022,diploma in engineering admission circular
#Polytechnic_Diploma_Engineering_Admission_2022
#পলিটেকনিক_ইঞ্জিনিয়ারিং_ভর্তি_২০২২
#বাংলাদেশ_কারিগরি_শিক্ষা_বাের্ড
#Dhaka_Polytechnic_Institute_admission_circular_2022
#BORHAN_OFFICIAL
#Borhan_Official
#borhan_official
#Dhaka_Polytechnic_Institute_admission
#Barisal_Polytechnic_Institute
#Khulna_Polytechnic_Institute_admission_circular
Информация по комментариям в разработке