মারায়াং তং পাহাড়ে ক্যাম্পিং অভিজ্ঞতা। 2024

Описание к видео মারায়াং তং পাহাড়ে ক্যাম্পিং অভিজ্ঞতা। 2024

পাহাড়প্রেমীদের জন্য বান্দরবান দেশের বুকে এক স্বর্গরাজ্যে | মারায়ন তং বা মারায়ং তং বান্দরবানের আলীকদম উপজেলার মিরিঞ্জা রেঞ্জের একটি পাহাড়ের নাম। সমুদ্রপৃষ্ট থেকে এর উচ্চতা ১৬৫০ ফুট।মারায়ংতং', 'মারাইংতং', 'মেরাইথং' বিভিন্ন নামে পরিচিত এবং ডাকা হয় এই পাহাড়টিকে। বান্দরবানের আলিকদম উপজেলার আবাসিক এলাকায় এই পাহাড়ের অবস্থান। মূলত এই পাহাড়ের চুড়ায় একটা জাদি (মন্দির) অবস্থিত। এর একেবারে চূড়ায় রয়েছে একটি বৌদ্ধ উপসনালয়। যেখানে গৌতম বুদ্ধের একটি আবক্ষ মূর্তি আছে। এই বিষয়টি পুরো স্থানটিকে বিশেষ বৈশিষ্টমণ্ডিত করে তুলেছে।

Комментарии

Информация по комментариям в разработке