চাঁদপুর জেলা | Chandpur District | iEducation🌸❤️
চাঁদপুর বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগে অবস্থিত একটি জেলা। উপজেলার সংখ্যানুসারে চাঁদপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এ জেলা অবস্থিত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে বলা হয় ‘ইলিশের বাড়ি’।
১৮৭৮ সালে ত্রিপুরা জেলা (পরবর্তীতে যা কুমিল্লা নামে পরিচিত) যে তিনটি মহকুমা নিয়ে গঠিত হয়, তার মধ্যে চাঁদপুর অন্যতম। ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি চাঁদপুর জেলায় উন্নীত হয়।
এ জেলার দক্ষিণে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা; উত্তর-পূর্বে কুমিল্লা জেলা, পশ্চিমে মুন্সিগঞ্জ জেলা, শরীয়তপুর জেলা ও বরিশাল জেলা অবস্থিত।
এ জেলার নামকরণ সম্পর্কে বিভিন্নধরনের মতভেদ রয়েছে। যার মধ্যে কয়েকটি হলো:
বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। এ অঞ্চলে তিনি একটি শাসনকেন্দ্র স্থাপন করেছিলেন। ঐতিহাসিক জে এম সেনগুপ্তের মতে, চাঁদরায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর।
অন্যমতে, চাঁদপুর শহরের (কোড়ালিয়া) পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর।
কারো মতে, শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লী থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদী বন্দর স্থাপন করেছিলেন। তার নামানুসারে এর নাম হয়েছে চাঁদপুর।
এ জেলার মোট আয়তন ১,৭০৪.০৬ বর্গ কিলোমিটার। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৯৬ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ২০৮ কিলোমিটার।
মুক্তিযুদ্ধের সময় চাঁদপুর ২নং সেক্টরের অধীনে ছিল।
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে এ জেলায় আছে:
মুক্তিযুদ্ধের স্মারক, বধ্যভূমি, গণকবর ইত্যাদি।
২০১৭ সালে বাংলাদেশের প্রথম ব্র্যান্ডিং জেলা হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
চাঁদপুর জেলা ৮টি থানা, ৮টি পৌরসভা ও ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত।
এছাড়াও এ জেলার উপজেলা আছে ৮টি আর এগুরো হলো:
কচুয়া
চাঁদপুর সদর
ফরিদগঞ্জ
মতলব উত্তর
মতলব দক্ষিণ
শাহরাস্তি
হাইমচর
হাজীগঞ্জ
এ জেলার সংসদীয় আসন ২৬০ থেকে ২৬৪ পর্যন্ত
বর্তমানে এ জেলার সাক্ষরতার হার ৬৯.৮০%
বিশ্ববিদ্যালয় : ১টি
মেডিকেল কলেজ : ১টি
সরকারি কলেজ : ৯টি
চাঁদপুর জেলার অর্থনীতি মূলত কৃষিনির্ভর। নদী তীরবর্তী এলাকা বলে প্রায় ৩০% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য শিল্পের সাথে জড়িত।
জেলার প্রধান শস্য ধান, পাট, গম, আখ। রপ্তানী পণ্যের মধ্যে রয়েছে নারিকেল, চিংড়ি, আলু, ইলিশ মাছ, সবুজ শাক-সবজি, বিসিক নগরীর তৈরি পোশাক শিল্প।
চাঁদপুর জেলায় যোগাযোগের প্রধান সড়ক হল ঢাকা-চাঁদপুর মহাসড়ক এবং চট্টগ্রাম-চাঁদপুর মহাসড়ক। শুধুমাত্র চাঁদপুর জেলার জন্য আলাদা একটি রেলপথ রয়েছে, যার মাধ্যমে প্রতিদিন চাঁদপুর-চট্টগ্রাম এবং চাঁদপুর-কুমিল্লার আন্তনগর ট্রেন চলাচল করে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা শহর থেকে নৌপথে যোগাযোগের জন্যে এ জেলায় রয়েছে চাঁদপুর নদী বন্দর।[
এ জেলার প্রধান ৪টি নদী হল মেঘনা, পদ্মা, ডাকাতিয়া ও ধনাগোদা নদী।
চাঁদপুর জেলায় স্বাস্থ্য ও চিকিৎসা সেবার জন্য রয়েছে:
জেনারেল হাসপাতাল : ১টি (২৫০ শয্যাবিশিষ্ট)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৮টি
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র -আইসিডিডিআর,বি যা বাংলাদেশের একমাত্র উদরাময় গবেষণা কেন্দ্র)
দর্শনীয় স্থান
অঙ্গীকার স্মৃতিসৌধ
ইলিশ চত্বর
চাঁদপুর নদী বন্দর
মিনি কক্সবাজার, চাঁদপুর
মেঘনা নদীর তীর
হাজীগঞ্জ বড় মসজিদ (৬ষ্ঠ বৃহত্তম)
শোল্লা জমিদার বাড়ি
রক্তধারা
শপথ চত্বর
চাঁদপুর স্টেডিয়াম
অরুণ নন্দী সুইমিংপুল
পুরাণবাজার বড় মসজিদ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
যাযাবর স্মৃতি ভবন
পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স
অযাচক আশ্রম
চাঁদপুর নৌ বন্দর
ঐতিহাসিক বেগম জামে মসজিদ
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
অরুন নন্দী – ১৯৭১ সালে বিশ্ব রেকর্ড গড়া সাঁতারু
আজিজ আহমেদ –– বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী
জাবেদ পাটওয়ারী- সাবেক পুলিশ প্রধান
বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী - ৮ নং সেক্টর কমান্ডার।
ডাঃ দীপু মনি –– রাজনীতিবিদ ও বর্তমান শিক্ষামন্ত্রী
নওয়াব আলী –– ঢাকা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ
জনাব ড. মহিউদ্দীন খান আলমগীর - সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী
জনাব মিজানুর রহমান চৌধুরী - সাবেক প্রধানমন্ত্রী
জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় এর সাবেক মন্ত্রী
জনাব এহসানুল হক মিলন - সাবেক শিক্ষা-প্রতিমন্ত্রী
মেজর (অব.) রফিকুল ইসলাম - ১ নং সেক্টর কমান্ডার
মাওলানা আবদুল মান্নান - সাবেক ধর্মমন্ত্রী
মেজর জেনারেল শামসুল হক - সাবেক স্বাস্থ্যমন্ত্রী
প্রবীর মিত্র –– চলচ্চিত্র অভিনেতা
ওয়াসিম –– চলচ্চিত্র অভিনেতা
দিলদার –– অভিনেতা
সাদেক বাচ্চু –– অভিনেতা
মো. সবুর খান –– প্রতিষ্ঠাতা, ড্যাফোডিল ইউনিভার্সিটি
শাইখ সিরাজ -পরিচালক ও বার্তা প্রধান, চ্যানেল আই
অধ্যাপক ড. রফিকুল ইসলাম - বাংলাদেশের বর্তমান জাতীয় অধ্যাপক
অধ্যাপক ড. শামসুল আলম - বর্তমান পরিকল্পনা প্রতিমন্ত্রী
অধ্যাপক ড. ওয়াহিদউদ্দীন আহমেদ - বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য
ইকবাল মাহমুদ – দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সাবেক চেয়ারম্যান
চাঁদপুর থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয় যার মধ্যে আছে:
চাঁদপুর কণ্ঠ, চাঁদপুর দর্পন, চাঁদপুর জমিন, চাঁদপুর বার্তা ইত্যাদি।
#চাঁদপুর #Chandpur #Bangladesh #BD #চাঁদপুর #চাঁদপুর_জেলা #chandpur_district #বাংলাদেশ
Информация по комментариям в разработке