গীতার বাণী ll একাদশ অধ্যায়
নৃসিংহ প্রহ্লাদ মহারাজ বাণী (শিরোমণি নিতাই দাস)
গীতার ক্লাস। দিব্য জ্ঞ্যান শ্লোক ২৪-৩০ ll দশম অধ্যায়
।
অমর কথা ll
শৌনক বলিলেন- হে সূত, ব্যাসদেব যেভাবে গীতার মাহাত্ম্য বর্ণনা করিয়াছিলেন তাহা সেভাবে বর্ণনা কর। ।।১।।
সূত বলিলেন- মহাশয়, গীতার মাহাত্ম্য অতি গোপনীয়। তাহা ঠিকভাবে বলিবার শক্তি তো কাহারও নাই।।২।।
শ্রীকৃষ্ণ ইহা সবচেয়ে ভাল জানেন, তবে অর্জুন, ব্যাসদেব, শুকদেব, যাজ্ঞবল্ক্য ও জনক রাজা ইহার কিছুটা জানেন।।৩।।
ব্যাসদেবের মুখে আমি যাহা শুনিয়াছি তাহাই আপনার নিকট বলিতেছি শুনুন।।৪।।
উপনিষদগুলি গাভীস্বরূপ, শ্রীকৃষ্ণ হইলেন সেই সব গাভীর দোহনকারী। অর্জুন সেই গাভীর বাছুর (বৎস) আর গীতার উপদেশরূপ অমৃত হইল সেই গাভীর দুধ।।৫।।
শ্রীকৃষ্ণ অর্জুনের সারথিরূপে গীতামৃত দান করিয়া ছিলেন। আমি সেই জন্য শ্রীকৃষ্ণকে প্রণাম করি।।৬।।
যে ব্যাক্তি ঘোর সংসাররূপ- সমুদ্র পার হইতে চান তিনি গীতারূপ-তরণীর সাহায্যে সুখে পারাপার হইতে পারেন।।৭।।
গীতাগ্রন্থ পাঠ না করিয়া যে ব্যক্তি মুক্তি লাভ করিতে চায়, সেই ব্যক্তি অজ্ঞান। বালকেও তাহাকে উপহাস করে।।৮।।
যিনি রাত্রিদিন গীতা পাঠ করেন বা শ্রবণ করেন তিনি মানুষ নন দেবতুল্য।।৯।।
গীতাজ্ঞান হইলে ব্রহ্মতত্ত্ব জানা যায়। ব্রহ্মতত্ত্ব জানিলে স্বভাবতই ভক্তির উদয় হয়।।১০।।
গীতার আঠারটি অধ্যায়। তাহাতে ভক্তি-মুক্তির কথা আছে। তাহা জানিতে পারিলে ক্রমে ক্রমে চিত্তশুদ্ধি হয়।।১১।।
গীতাশাস্ত্র-জলে শ্রদ্ধার সহিত স্নান করিলে পাপ নষ্ট হয়, কিন্তু শ্রদ্ধাহীনের সব কিছু নষ্ট হয়।।১২।।
যে ব্যক্তি গীতার পঠন-পাঠন করে না, তাহার সমস্তই বিফল হয়।।১৩।।
যে ব্যক্তি গীতার মাহাত্ম্য জানে না, সে অজ্ঞান। তাহার জীবন বিফল।।১৪।।
যে গীতার অর্থ বুঝে না, সে অধম। তাহার শরীর আচরণ, বিত্তসম্পাদিতে ধিক।।১৫।।
যে গীতা জানে না, সে সকলের অধম। তাহার প্রারব্ধ, পূজা, প্রতিষ্ঠা, দান- সমস্তই বিফল।।১৬।।
গীতাশাস্ত্রে যাহার মন নাই, তাহার জ্ঞান, জ্ঞানদাতা, ব্রত, নিষ্ঠা সব বৃথা।।১৭।।
যে অর্থ বুঝিয়া গীতা পাঠ করে না, তাহার জ্ঞান আসুর জ্ঞান। তাহা নিষ্ফল হয়।।১৮।।
গীতা গ্রন্থ ধর্মময়। ইহা সমস্ত জ্ঞান দান করে। ইহার সমান পবিত্র আর কিছু নাই।।১৯।।
বিষ্ণুর পর্বদিনে যিনি গীতা পাঠ করেন, শত্রু কখনও তাহার কোন অনিষ্ট করিতে পারে না। ২০।।
শালগ্রামের নিকটে, দেবালয়ে, তীর্থস্নানে, নদীতীরে গীতাশাস্ত্র পাঠ করিলে অপার সৌভাগ্য লাভ হয়।।২১।।
বিভিন্ন সাধনা ও
ইনার লাইফ ও ইনার ইঞ্জিনিয়ারিং।।
সাত্ত্বিক উপায়ে,পরিক্ষিত,গুরুমুখীবিদ্যার- মাধ্যমে
ব্রেন পাওয়ার 243% বৃদ্ধি, তৃতীয় নয়ন জাগরণ,
কুন্ডলিনী জাগরণ ও এক স্থানে বসে পৃথিবী ও ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গা ঘুরে আসা।
(Astral Travels)
যে কোনো বয়সে নিজের অতীত ও ভবিষ্যৎতে গিয়ে, অতীতের শিক্ষা ও অভিজ্ঞতা এই জন্মে সম্পূর্ণভাবে নিয়ে আসা,অতীত ও ভবিষ্যৎ-এর কর্ম পরিবর্তন ও মুছে দিয়ে আসা।
শারীরিক রূপ উজ্জ্বতা ও নিজেকে আকর্ষনীয় করে তোলা।
হিপ্নোসিসের মাধ্যমে নিজের ও অপরের মানসিক ও শারীরিক রোগ নির্মূল করা।
ভার্বিয়াল এবং ননভার্বিয়াল হিপ্নোসিস পাওয়ার প্রদান করা।
রেইকি শক্তির এর সাহায্যে নিজেকে ও অপরকে হিলিং ও রোগ নির্মূল করা।
বাকসিদ্ধি, স্বর জ্ঞান ও অঙ্গ প্রায়েসচিত্ত(Online & Offline)-এর মাধ্যমে প্রদান করা হয়।
দক্ষিনা স্বরূপ :-5001/- টাকা
।।এস্ট্রোলজি ও বাস্তুশাস্ত্র।।
সম্পূর্ণ বৈদিক উপায়ে এস্ট্রোলজি ও বাস্তুশাস্ত্র শেখানো হয়।
দক্ষিনা স্বরূপ :-৯০০০/- টাকা ।একবছরের কোর্স
।। মহাতন্ত্র।।
স্বয়ংসিদ্ধ গুরুমুখী প্রভাবশালী বৈদিক সাত্ত্বিক পরীক্ষিত তন্ত্র শেখানো হয়।
বাটিচালান,হাত চালান,চোর ধরা,ভর করা,
ভূত ছাড়ানো ও ধরানো,
থালা চালান দিয়ে যে কোন ব্যাথা সারানো।
সম্মোহন,বশীকরণ,উচাটন,
বিদ্বেষন,শান্তিকর্ম।
দক্ষিনা স্বরূপ :-5501/- টাকা
।।সাধনা।।
শিব সাধন।কালী সাধনা। অপ্সরা সাধনা।
গঙ্গা বেতাল সাধনা।গীতা সাধনা।দর্পন সাধনা।
সূর্য সাধনা।আশুরিক লক্ষী সাধনা।
দেবী বার্তালী সাধনা।সমুদ্র সাধনা।জক্ষিনী সাধনা।
স্বর্ণপ্রাপ্তি তারা সাধনা।মাতা মনসা সাধনা।
দেবী কাত্যায়নী সাধনা।ছায়াপুরুষ সাধনা।
মাতা তুলসী সাধনা। বীর হনুমান সাধনা।
মনোহরিণী কিন্নরী সাধনা।অগ্নিদেবী সাধনা।
ব্রহ্মদেবতা সাধনা।কামদেব সাধনা।
ও বিভিন্ন ধরনের স্বয়ংসিদ্ধ গুরুমুখী পরিক্ষিত সাধনা (Online & Offline)-এ শেখানো হয়।
।।গীতারসংসার।।
প্রতিদিন সকালে (Online)-এ গিতা-র ক্লাস হয়
(FREE CLASS)
::YouTube Page::
Gita Sansar- / @gita১
Hypno Rishi- / @hypnorishi.1
যোগাযোগ
শিয়ালদহ থেকে সাউথে নামখানা বা লক্ষ্মীকান্ত লোকাল ধরে-
জয়নগর এর পরের স্টেশন মথুরাপুর-এ নেমে,টোটোতে-
খটীর বাজার (সাতঘরা রাধা শ্যামসুন্দর আশ্রম)
*যেখানে রথ হয়।(লালচাঁদ প্রভূর আশ্রম)
সময়- শনি ও রবি বার 10AM- 02PM
(ফোন বা ম্যাসেজ দিয়ে আসুন)
শিরোমনি নিতাই দাস
+91-8597183940 :: +91-8670466423
অথবা রাধিকা বিদ্যা দেবী — +91 90644 79814
বাংলা দেশ — +880 16 4011 4195
thank you
Информация по комментариям в разработке