Mone Ki Dwidha Rekhe Gele (Live In 1989, BTV) - Hemanta Mukhopadhyay Rabindrasangeet

Описание к видео Mone Ki Dwidha Rekhe Gele (Live In 1989, BTV) - Hemanta Mukhopadhyay Rabindrasangeet

১৯৮৯-এ শেষ বাংলাদেশ সফরে বাংলাদেশ দুরদর্শনে হেমন্ত মুখোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকার নিয়েছিলেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গীতিকার, কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল। এই অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন চারটি গান 'ও নদীরে', 'সুরের আকাশে তুমি যে গো শুকতারা', 'মনে কি দ্বিধা রেখে গেলে চলে' এবং 'আমার গানের স্বরলিপি লেখা রবে' এবং তাছাড়াও নানা প্রশ্নের উত্তরে অকপট সারল্যে মেলে ধরেছিলেন নিজেকে। আশ্চর্যের বিষয় যে আবু হেনা তো বটেই, সম্ভবত হেমন্ত মুখোপাধ্যায়েরও এটি ছিল শেষ টিভি অনুষ্ঠান। ঢাকা থেকে কলকাতায় ফেরার বারোদিনের মাথায় সঙ্গীত জগতের মহীরুহ শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণ-সংবাদ পাওয়া যাবে এটা কেউ কল্পনাও করতে পারেননি। আর এর ঠিক তিনদিন আগে অর্থাৎ ২৩শে সেপ্টেম্বর প্রয়াত হন আবু হেনা মোস্তফা কামাল। দুই বাংলার তথা দুই দেশের কাছেই এ এক দুর্ভাগ্যের বিষয়!

সেই অনুষ্ঠানে গীত এই রবীন্দ্রসঙ্গীতটির ভিডিও তন্ময় দাসের সৌজন্যে প্রাপ্ত। তন্ময় দা ঢাকার বাসিন্দা। ওর কাছে আমি কৃতজ্ঞ এরকম একটি উপহারের জন্য। বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। এইরকম সহযোগিতা ভবিষ্যতে আরো পেলে হৃদয়রত্ন হেমন্ত মুখোপাধ্যায়ের হারিয়ে যাওয়া আরো সৃষ্টি জনমানসে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

Комментарии

Информация по комментариям в разработке