যাদের ইবাদত আল্লাহর নিকট কবুল হয়না | ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার

Описание к видео যাদের ইবাদত আল্লাহর নিকট কবুল হয়না | ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার

যাদের ইবাদত আল্লাহর নিকট কবুল হবে নাঃ
যারা আল্লাহর সাথে শিরক বা নাফারমানি করে তাদের ইবাদত আল্লাহর নিকট কবুল হবে না। কেন না আল্লাহ আমাদের রব বা প্রভু। তিনি আমাদের সৃষ্টিকারী। তিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এবং তার হুকুম আহাকাম মেনে চলার জন্য। কিন্তু আমরা আল্লাহর আদেশ নিষেধ মানিনা। সাধারণত আমরা যদি কাওকে কোনো কাজ দিয়,আর যদি সেই কাজ টি না করে তাহলে আমরা তার প্রতি অনেক রাগ করি বা তার কোনো কথা আমরা আর শুনতে চায়না। আমরা মানুষ হয়ে এমন করি তাহলে আল্লাহ আমাদের রব বা প্রভু, তিনি সারা জাহানের মালিক । যদি কেও তার সাথে কোনো কিছুর তুলনা করে তাহলে তিনি কেন তার কথা শুনবেন । আল্লাহ অমুখাপেক্ষী । যদি কেও আল্লাহর সাথে শিরক করে তাহলে আল্লাহ তার কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না।

কোরআন মাজিদে আল্লাহ বলেনঃ
আল্লাহ এক ও অভিন্ন
তিনি অমুখাপেক্ষী
তিনি কাওকে জম্ম দেন নি এবং কেউ তাকে জন্ম দেয়নি
এবং তার সমতুল্য কেউ নেয়।

আমরা মুসলিম আর মুসলিম হয়ে আমাদের উচিত যে আল্লার সাথে নাফারমানি না করা এবং তার হুকুম আহাকাম সঠিক ভাবে মেনে চলা । আমাদের প্রত্যেকের আল্লাহ তায়ালা তার নাফারমানি করা থেকে বিরত রাখুন। আমিন।।

#Abul Kalam Azad Bashar
#islam-in-bd

Комментарии

Информация по комментариям в разработке