দেখুন কিভাবে বাঘ পোষ মানানো হয়

Описание к видео দেখুন কিভাবে বাঘ পোষ মানানো হয়

বেশ কিছু দিন অসুস্থ ছিল বাংলার বাঘ বা বেঙ্গল টাইগার ‘জ্যাকবল’। বেঙ্গল টাইগার প্রজাতির হলেও জ্যাকবলের জন্ম দক্ষিণ আফ্রিকার খামারে। সেখান থেকে ছোট্ট বয়সে পুরুষ এই বাঘটিকে কিনে আনা হয়। বিদেশি হওয়ায় প্রথম থেকেই বাঘটিকে ইংরেজি ‘জ্যাকবল’ নামে ডাকা হতো। জ্যাকবলসহ মোট ১২টি বেঙ্গল টাইগার আছে বঙ্গবন্ধু সাফারি পার্কে। এর মধ্যে গত জানুয়ারি মাসে জন্ম নিয়েছে বিজয়, বিলাসী ও মাধবী। ১২টি বেঙ্গল টাইগারের মধ্যে সুন্দরবনের একটি তিন পায়ের বাঘিনী আছে। শিকারিদের ফাঁদে পড়ে বাঘিনীটি পেছনের একটি পা হারিয়েছিল। এক পা হারালেও অবাধ্য সুন্দরবনের বাঘিনী। ওর কোনো নাম নেই, কথাও শোনে না। তবে কথা শোনে আর কিছুটা শান্তশিষ্ট স্বভাবের জ্যাকবল। লম্বা ও মোটাসোটা। শুধু ঘুমাতে চায়।
নূরুন নবী বলেন, ‘জ্যাকবল প্রথমে ইংরেজি বুঝত। আমি ইংরেজি না জানায় বাংলায় কথা বলতাম। এখন জ্যাকবল বাংলা ভাষায় সব বুঝতে পারে। কয়েক দিন আগে বাঘটি অসুস্থ ছিল। তখন আবদার আর আহ্লাদ বেড়ে গিয়েছিল। জ্যাকবল বলে ডাকলেই গর্জন না করে বিড়ালের মতো আওয়াজ করে।’
সাফারি পার্কে ২০টি সিংহ রয়েছে। দাপট দেখিয়ে ওদের সবার যেন রাজা হয়ে গেছে সাড়ে সাত বছর বয়সের একটি সিংহ, নাম ‘কানকাটা রমজান’। যেমন মেজাজ, তেমনি হিংস্র। নতুন নতুন সঙ্গী বদল, অন্য সিংহদের মধ্যে কেউ দলনেতা হওয়ার চেষ্টা করলে কানকাটা রমজানের হামলা চালানোর স্বভাব। রমজানের এই চরিত্র যাঁর নখদর্পণে, তিনি হলেন নূরুন নবী। সাফারি পার্কে ৩২টি সিংহ ও বাঘের তত্ত্বাবধানকারী ২৯ বছর বয়সী যুবক নূরুন নবী।
নূরুন নবী বলেন, ‘কানকাটা রমজান বলে ডাকলে সিংহটি যেখানেই থাকুক না কেন ছুটে আসে। মন ভালো থাকলে কথা বলে। খারাপ থাকলে গর্জন। দক্ষিণ আফ্রিকা থেকে আসার পর একটি সিংহীকে নিয়ে ওর আরেকটি সিংহের সঙ্গে মারামারি হয়। তখন ওর বাম কান কেটে যায়। এরপর থেকেই সিংহটিকে কানকাটা রমজান ডাকি। এই নামে না ডাকা হলে রমজান কথা শোনে না। ওর সঙ্গে কথা বলতে হয় বাংলা ভাষায়।’

Комментарии

Информация по комментариям в разработке