Grihoprobesh Today Episode Review 25 December| গৃহপ্রবেশ আজকের পর্ব Update | iconic Studio
#grihoprobesh
#Grihoprobeshtodayepisode
#গৃহপ্রবেশআজকেরপর্ব
গৃহপ্রবেশ ধারাবাহিক সিরিয়ালে আজকে দেখতে পাবেন
“যে ‘ভালো মানুষ’ সেজে সবাইকে বোকা বানাচ্ছিল, আজ তার মুখোশ খুলতেই—একটা বিয়ে, একটা গর্ভের সন্তান আর পুরো পরিবারের সম্মান একসাথে কেঁপে উঠল!”
এই পর্বের শুরুতেই পরিবার বুঝে যায়—সব কিছুর গোড়া একটাই বিষাক্ত জুটি।
একদিকে মোহনা, আরেকদিকে আকাশ—দুজন মিলে বছরের পর বছর পরিকল্পনা করে এসেছে।
প্রথম অভিযোগটা ভয়ংকর—
👉 মোহনা নাকি শুরু থেকেই শুভকে সহ্য করতে পারত না।
মুখে মিষ্টি কথা, ভেতরে বিষ—
শুভর ক্ষতি হলেই ওদের আনন্দ!
আর আকাশ?
সে শুধু শুভ-আদির জীবন নষ্ট করেনি—
👉 বিদেশে বিজনেস ডুবিয়েছে,
👉 বাড়ির ভেতরে ভাঙন ধরিয়েছে,
👉 আর সবচেয়ে নির্মমভাবে সমিতির জীবনকেও ফাঁদে ফেলেছে।
এখানেই ফেটে পড়ে সমিতির সত্য—
সে কাঁদতে কাঁদতে বলে,
👉 “আমি কখনও এই বিয়ে চাইনি। আমাকে ভয় দেখিয়ে, ব্ল্যাকমেল করে বিয়ে করানো হয়েছে… মাথায় বন্দুক ছিল!”
মানে এই বিয়ে ছিল না ভালোবাসা—এটা ছিল জোর করে চাপিয়ে দেওয়া শাস্তি।
এরপর পরিবারের ভিতরে একের পর এক বিস্ফোরণ।
একজন প্রশ্ন তোলে—
👉 “এতদিন ভালো সাজা, এত যত্ন—সবই নাটক ছিল?”
কারণ, মোহনা-আকাশ মিলেই নাকি একসময় ছেলেকে ফাঁসিয়েছে,
এখন আবার মেয়েকেও প্ল্যান করে বসিয়েছে।
এই অবস্থায় সবাই বুঝছে—এখন একটাই জরুরি,
👉 সন্তানের নিরাপত্তা।
কারণ ষড়যন্ত্রের আগুনে সবচেয়ে আগে পুড়ে যায় বাচ্চার জীবন।
পর্বের মাঝখানে আসে আরও বড়ো টুইস্ট—
নয়নাকে নিয়ে।
নয়না প্রকাশ্যে বলে দেয়—
👉 “তুমি আমাকে প্রেগন্যান্ট করে আরেকজনকে বিয়ে করেছ… এটা কীভাবে করলি?”
আর সেই ছেলেটা (সুমন/আকাশ টাইপ) গা বাঁচাতে বলে—
👉 “আমি ভাবিনি ব্যাপারটা এতদূর যাবে… এটা ক্যাজুয়াল ছিল…”
এই কথায় নয়নার রাগ আগুন হয়ে ওঠে—
👉 “মেয়েদেরকে তোমরা খেলনার পুতুল ভাবো? যখন খুশি খেলো, তারপর ছুঁড়ে ফেলো!”
এখানেই পরিবার বুঝে যায়—
এই ‘ভিডিও’, ‘প্রমাণ’, ‘গুজব’—সবই ছিল আকাশের সেট করা ফাঁদ,
যাতে শুভকে দোষী বানিয়ে সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরানো যায়।
শেষদিকে উত্তেজনা চূড়ায় ওঠে—
অভিযোগ সরাসরি বলা হয়—
👉 “দুর্বলতার সুযোগ নিয়ে ব্ল্যাকমেল করে বিয়ে করেছ!”
আর তখনই সবচেয়ে বড় সিদ্ধান্ত—
👉 ডিভোর্স।
নয়না স্পষ্ট ঘোষণা করে,
👉 “এই বিয়েতে মিথ্যার জাল থাকলে ধরে রাখার মানে নেই। ডিভোর্স পেপার তৈরি করো।”
কিন্তু বাধা আসে এক জায়গায়—
👉 “বাচ্চার পরিচয় কী হবে?”
Your Queries:
গৃহপ্রবেশ আগামী পর্ব,
গৃহপ্রবেশ আজকের পর্ব,
গৃহপ্রবেশ আগামী পর্ব দেখতে চাই,
Grihoprobesh today full episode,
Grihoprobesh today episode,
Grihoprobesh ajker porbo full episode,
Grihoprobesh,
Grihoprobesh serial today full episode,
Grihoprobesh today live episode,
natok Grihoprobesh today episode,
Grihoprobesh today episode bengali,
Grihoprobesh today episode,
Grihoprobesh today episode,
Grihoprobesh promo,
Grihoprobesh natok,
Grihoprobesh advance update,
Grihoprobesh serial today episode,
Grihoprobesh ajker porbo,
Grihoprobesh serial,
Grihoprobesh ajker episode,
গৃহপ্রবেশ আজকের পর্ব,
গৃহপ্রবেশ সিরিয়াল আজকের পর্ব,
গৃহপ্রবেশ,
গৃহপ্রবেশ আগামী পর্ব,
গৃহপ্রবেশ আজকের পর্ব full episode,
গৃহপ্রবেশ নাটক,
গৃহপ্রবেশ আজকের পূর্ব,
গৃহপ্রবেশ আজকের পর্ব,
গৃহপ্রবেশ প্রোমো,
গৃহপ্রবেশ সিরিয়াল,
গৃহপ্রবেশ সিরিয়ালের আজকের পর্ব,
গৃহপ্রবেশ আজকের এপিসোড,
গৃহপ্রবেশ video,
গৃহপ্রবেশ আজকের পর্ব,
গৃহপ্রবেশ স্টার জলসা,
গৃহপ্রবেশ সিরিয়াল প্রমো,
গৃহপ্রবেশ সিরিয়াল প্রোমো,
গৃহপ্রবেশ সিরিয়ালের আগামীকালের পর্ব,
গৃহপ্রবেশ গোরিমা আরণ্যক?রোশনাই আজকের পূর্ব ?roshnai today episode,
গৃহপ্রবেশ serial,
Информация по комментариям в разработке