Satsang@19th July, 2019 - চড়েছি যে নামের তরী - Chorechhi je namer tori - with Lyrics

Описание к видео Satsang@19th July, 2019 - চড়েছি যে নামের তরী - Chorechhi je namer tori - with Lyrics

Video of Satsang held on 19th July, 2019 at Natmandap (Infront of Philanthrophy), Satsang Ashram, Deoghar.

Lyrics - Sree Sree Dada Music - Rev. Binkida

চড়েছি যে নামের তরী, ভবসাগর দিয়েপাড়ি
যাবোদয়াল তোমার সনেএবার তোমার দেশে॥
তুমি যখন আছোসাথে ঝঞ্ঝাএলে কি ভয তাতে,
মরবো নাতো মাঝদরিযায রইবো সদাই ভেসে॥
তুমি দয়াল পৌঁছেদেবে এবার তোমার দেশে॥
চলার পথে সারাজীবন ঘাটে ঘাটে ভিড়ে ভিড়ে,
তুমি দয়াল নিযে যাবে আমার তরীটীরে॥
আমি মাভৈ বলে চলব এবার তোমার চরণ ধরে,
তোমারসেবায় মুখর হযে তোমায ভালবেসে॥
আনন্দ আজ অবাধ হয়ে ভোলাবে সব ক্লেশে॥
নিত্য তুমি দাও গোদয়াল সব অকূলে কূল।
অভয প্রেমে দূর করো সব চলার পথের ভুল,
ওগো ঠাকুর অনুকূল॥
তুমি যখন কান্ডরী মোর সার জেনেছি মনে
মাযার বাধন ছিন্ন হবে, চলবো তোমার সনে॥
বর্দ্বনাতে জাগবে জীবন ভুলে সকল ত্রাসে,
মুক্ত অবাধ চলাযশান্তি স্বস্তিউঠে হেসে
ভরবে পরাণ নবীন আশায় তোমায় ভালবেসে॥

Комментарии

Информация по комментариям в разработке