amar ektai dukkho || আমার একটাই দুঃখ || Monir Baula || Baul Akaid || Best bangla folk song

Описание к видео amar ektai dukkho || আমার একটাই দুঃখ || Monir Baula || Baul Akaid || Best bangla folk song

Song : amar ektai dukkho
Singer : Monir Baula
Lyrics & Tune : Baul Akaid
Program : Walton Asian Music (Asian tv)

#আমার_একটাই_দুঃখ #মনির_বাউলা

গান : #আমার_একটাই_দুঃখ
মূলকন্ঠ : মনির বাউলা
গীতিকার ও সুরকার : বাউল আকাইদ

আমার একটাই দুঃখ-
আমার একটাই কষ্ট-
এ জগতে আমি কারও মনের মতো না।
আমারে কেউ ভালবাসে না-(হায়রে)

আন্ধার রাইতে আমি যখন একা ঘরে থাকি-
কষ্টগুলো দরজায় আইসা করে ডাকাডাকি।
আশেপাশে দুখের ছায়া-
নিত্যদিনই বাড়ায় মায়া-
শতো দুখেও আমি কারও শান্তনা পাইনা।

আমি এমন কপাল পোড়া জগতের বদনাম-
কারও কাছে পেলাম নাতো ভালবাসার দাম।
যারে আমি বিশ্বাস করি-
যতন করে বুকে ধরি-
সেইতো আমার মনের মাঝে দেয় বেদনা।

স্বার্থে ভরা মানুষের মন বুঝে ওঠা দায়-
সুযোগ পেলে করবে আঘাত বুকের কলিজায়।
আকাইদের সবই ফাঁকি-
নাইরে কিছু জানার বাকি-
এই দুনিয়ায় দুখের দুখি কেউতো কারও না।

Комментарии

Информация по комментариям в разработке