বাজারের অবস্থা । Bazarer Obosta । বাজারের অবস্থা নিয়ে নতুন গান । Bangla New Rap Song 2023

Описание к видео বাজারের অবস্থা । Bazarer Obosta । বাজারের অবস্থা নিয়ে নতুন গান । Bangla New Rap Song 2023

Welcome To "MRB Media" Official YouTube Channel.

বাজারের অবস্থা । Bazarer Obosta । বাজারের অবস্থা নিয়ে নতুন গান । Bangla New Rap Song 2023

Song : Bazarer Obosta (বাজারের অবস্থা)
Singer: Sharfin Alam, Shovan, Birohi Rasel, Saddam Sarker, Saiful Islam, Saif Shanto, Shamsul Mamun & Tanjil Sarker.
Lyrics, Tune & Music : Sharfin Alam
Dop, Edit & Color : Foysal Ahamed
Language : Bangla
Produced by : Muhammad Rasel Bhuiyan
Director : Sharfin Alam
Production : Dream Media BD
Technical Support : Nagar Tv
Label : Mrb Media

** সতর্কতা **
এই কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। এই কন্টেন্টটি "MRB Media" ব্যতিত অন্য কোন ইউটিউব চ্যানেলে আপলোড, ব্রডকাস্ট, স্ট্রীম, সংশোধন, পুনরুৎপাদন, বিতরণ, অন্য কোনও সাইট থেকে ক্যামেরা রেকর্ড করার চেষ্টা করবেন না। অন্যথায় এটি কপিরাইট আইন ২০০০ এর ধারা ৮২ এর অধীনে ৫ লাখ টাকার অর্থদন্ড বা কারাদন্ড হবে।

** ANTI-PIRACY WARNING**
This content is copyright protected. Do not try to Upload, Broadcast, Stream, Modify, Reproduce, Distribute, Camera Record from any other sites except "MRB Media"
Otherwise it will be punishable with imprisonment and penalty of 5 lacks taka under section 82 of the copyright act 2000.

কি ব্যাপার দোস্ত মন ডা কি বেজার!
হাতে যে ব্যাগ করবা নাকি বাজার?
বাজার না করলে খামু কি দেশটার কি হইল
জিনিস পত্রের যে দাম যাইবা নাকি চল!!!

পকেটে আছে দুইশ আর দুইশ হইলে
কিছু নি আনন যায় বাজারে গেলে
তা না হয় দিলাম, আমিও সমস্যায়
আল্লার নামে লউ দেহি কি করন যায়

আসেন বর্ণনা করি বাজারের অবস্থা
তেল থেকে তরকারী কিছুই নাই সস্থা
অল্প আয়ের মানুষ যদি
যায় রে ভাই বাজার করতে
স্যান্ডেল ভাই ক্ষয় হইয়া যায়
বাজারে ঘুরতে ঘুরতে

কারও কাছে হাত পাতনের পরিস্থিতি নাই
নিজের চিন্তাই দূর হয়না কার দিকে কে চায়
অহন ভাই ভিক্ষা করে বালাচালা ব্যাডা
সবার অইত্ত টানাটানি ভিক্ষা দিবো ক্যাডা
যে পরিমাণ ভিখারি ভাই হাত আইসা পাতে
নিয়মিত ভিক্ষা দিলে নিজেই নামবা পথে

কিও ভাই সুমন মিয়া কি কিনলা দেহি
আমিও নি কিনতাম পারি দাম ডা জাইন্না রাহি
কিনছি ভাই অনেক ঘুইরা চাষের কয় ডা কই
যা পাই তাই দিয়া খাইয়া বাইচ্চা লই
যে একটা প্যারাই আছি নাই ট্যাহা পইশা
বাজার করতাম গেলে রে ভাই চোখে দেখি ঝাপসা
মাছের বাজার যেমন তেমন কোন রহম সারি
জামা কাপড় কিনতাম গেলে মাথাত পরে বারি


আরে--ট্যাংরা মাছ- কত?
একদাম সাত'শ
পকেটে আছে চার'শ, হবে ?
চার'শ--- হা হা হা
ফকিন্নি কাস্টমার হুদাহুদি পেরেশান
ট্যাংরা মাছে হাত দিয়েন না পাঙ্গাস পুঙ্গাস লইয়া যান
চলতে বেশি কষ্ট হইলে পইরা থাকেন মাজারে
কোন আন্দাজে চার'শ লইয়া আইয়া পরলেন বাজারে

মাছের আর দরকার নাই ভাই কিনি গিয়া সবজি
বেশি কইরা সবজি খাইলে শক্ত হবে কবজি।

মিষ্টি কুমড়া অনেক ভাল অনেক বেশি ভিটামিন
আস্তডার কত দাম খাইনা অবশ্য অনেক দিন
তিরিশ অথবা চল্লিশ দেই দিয়া দেন কুমড়া খান
মিষ্টি কুমড়া বহুদূর গন্ধ শুইনা চইলা যান
দুই ইঞ্চি চল্লিশ টেকা পিস কইরা দেই লইয়া যান
কুমড়া খান বাড়িত নিয়া, চুবাইয়া পানি খাও!!

কিও ভাই সাজনা নাকি, খাওন যাইব ভাজি
সাজনার দিকে চাইওনা দোস্ত দুইশ টেকা কেজি
তাইলে চলো মাপি এবার বাড়ি যাওয়ার রাস্তা
কুড়ি টেকার শুটকি কিন্না খাইয়ালামু ভর্তা।

যাই তাইলে আস্তে আস্তে মুদীর দোকানে
দুইশ টেকা তোমারে আমি পরেই দিমুনে
দিও তুমি কোন একদিন সময় সুযোগ হইলে
গরীবে গরীবের ব্যথা না বুঝলে কি চলে---!!

ডাইল ডা কি চিকন দিমু তাড়াতাড়ি গলবো
চিকন আর খাওয়াইওনা মুডা ডা ওই চলবো
চিনি কি প্যাকেট না খুইল্লা দিমু বস্তা
প্যাকেট পুকেট বুঝিনা যেইডা অইব সস্তা।
একটু শরবত টরবত খাইতাম ইসপ গুলের ভুষি
ষোলশ টেকা কেজি বাকি আপনের খুশি
ভুষি খাওয়ার কথা আমি কইলাম কোন আক্কেলে
পাওয়েত্তে জুতা খুইল্লা বাড়ি মারো গালে
অত দাম দা জিনিস নিলে বউয়ে নি দেয় দৌড়ানি
এত গুলা সদাই নিলাম ফিরি টিরি আসেনি
বাপ রে বাপ -
আপনে একটা ব্যাডা ওই বেইচ্চা খাইবেন দোকানদার
আপনে যে চালু মাল বেচতে পারলেই উদ্ধার

হাজার হাজার টেকা লাগে বাজারের ব্যাগ ভরেনা
হিসাবের বেলায় আবার ক্যালকুলেটর ধরেনা
ক্যামনে যে জীবন যাইব মাথা মুথা নষ্ট
দুই চাইর জন ধনী ছাড়া হগ্গলেরই কষ্ট
কোন রহম ছিরা ফারা জামা কাপড় পিন্দি
মন ডা ক পুশকুনির পাড় বইয়া বইয়া কান্দি
দুই চাইর মাস পরে পরে ধরে নানান রোগে
চিত হইয়া শুইয়া থাকলে মরা মরা লাগে।

আলামিনের দোস্ত কিনব আধা কেজি গোস্ত
বড় বড় ক্রেতা লইয়া গোস্ত ওয়ালা ব্যস্ত

মাংস কি গায়ের --না ষাঁড়ের ভাই
কিনতাম ত পারতাম না, দাম ডা একটু হুইন্না যাই
প্যাঁচালের টাইম নাই ভাই দূরে সইরা দাঁড়াও
পকেটে টেকা ছাড়া হুদাহুদি গেঁজাও
এক কেজির কম বেচিনা নয়শ টেকা ফালাও
তিনশ টেকা দেই ভাই আধা কেজি দেলাও
ধইন্না পাতার দামে কি আর গরুর গোস্ত পাইবা ?
আছেনা--- কোরবানির ঈদ বেশি কইরা খাইবা- -!!

কি ব্যাপার দোস্ত -মন ডা কি ব্যাজার
ব্যাগ দেহি খালি ওই করসনা বাজার?

দোস্ত - কইওনা আর
বড় - আজব বেপার
শুইনা - জিনিসের দাম
গায়ে - ঝরতাসে ঘাম
যারা- আধা গরীব
তারা - নিকৃষ্ট জীব
তাদের - নাই অধিকার
একটু - ভাল থাকার

আল্লাহ এমন গাড়ি চালাইতে দিলা
হরেন বেরেক দিলা না
রাস্তা দিলা ভাঙ্গা চুরা
"আবার" তেলের দাম ষোল আনা।।

Facebook ID:-   / mdrasel.bhuiyan.98  

Facebook page:-   / muhammadrasel89  

Contract:- 01966597593

Комментарии

Информация по комментариям в разработке