#CEDA #Curriculum#Importance#Teaching skill #Parenting #Guideline
কারিকুলাম যার বাংলা শিক্ষাক্রম। শিখন ও শিক্ষণের প্রধান হাতিয়ারই হচ্ছে এই কারিকুলাম। সাধারণভাবে যদি কারিকুলাম বা শিক্ষাক্রম সম্পর্কে বলতে যাই তবে বলতে হবে শিক্ষাক্রম হচ্ছে একটি দেশে,
শিক্ষাদানের একটি স্তরে কি পড়াব, কেন পড়াব, কিভাবে পড়াব, কে পড়াবেন, কারা পড়বে, কতটুকু পড়বে, পড়ানোর জন্য কি কি শিক্ষা উপকরন হবে, পড়ানোর উদ্দেশ্য কি অর্থাৎ একটি বিষয় পড়লে শিক্ষার্থীর মধ্যে কি কি দক্ষতা ও যোগ্যতা আসবে ইত্যাদি বিষয়ের বিস্তারিত হল কারিকুলাম বা শিক্ষাক্রম।
শিক্ষাক্রম মুলত একটা গাইড লাইন, একটা পথ নির্দেশিকা। অর্থাৎ শিক্ষাক্রম আপনাকে পথ দেখাবে আপনি একজন শিক্ষক বা অভিভাবক হিসাবে আপনার শিক্ষার্থী অথবা সন্তানকে কিভাবে তার শ্রেণি ও বয়স অনুযায়ী তার শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ, সামাজিক যোগ্যতা, ভাষাগত দক্ষতা, যোগাযোগ ও আবেগিক দক্ষতা, গাণিতিক ও যৌক্তিক দক্ষতা, নৈতিক গুনাবলির বিকাশ, সৃজনশীলতার বিকাশে সহায়তা করবেন।
অভিভাবক বা শিক্ষক হিসাবে যখন আপনি শিক্ষাক্রম কি, এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি ইত্যাদি জানবেন তখনই আপনার শিক্ষণ পদ্ধতি হবে আকর্ষণীয়, শিক্ষার্থীকেন্দ্রিক, শিখন ও শিক্ষন হবে আনন্দময়। আর যদি আপনি শিক্ষাক্রম সম্পর্কে কিছু না জানেন তবে আপনি শিক্ষক বা অভিভাবক হিসাবে একজন শিক্ষার্থীর কাছ থেকে অনেক কিছু আশা করা শুরু করবেন। যেটা আমাদের অভিভাবকরা অনেক সময় করে থাকেন। অভিভাবকদের অনেককেই দেখেছি যে তার ছেলে বা মেয়ে হয়ত ১ম বা দ্বিতীয় শ্রেণীতে পড়ছে। কিন্তু তিনি তার সন্তানকে রাতারাতি বিরাট বিদ্বান বানানোর জন্য চাপাচাপি শুরু করে। স্কুল, কোচিং, প্রাইভেট সব কিছুর মাধ্যমে শিক্ষার্থীর মাথা খেয়ে ফেলে। এক পর্যায়ে ঐ শিক্ষার্থী ৫ম শ্রেণি পাশ করার আগেই পড়াশুনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। শিক্ষকরাও অনেক সময় শিক্ষার্থীদের মধ্যে তুলনা করে। একজন শিক্ষার্থীকে আরেক জনের সাথে তুলনা করে একজনকে হয়ত গাধা, ছাগল, রাম ছাগল ইত্যাদি বলে শিক্ষার্থীর মন নষ্ট করে দিচ্ছে।
অথচ তিনি যদি শিক্ষাক্রম সম্পর্কে জানতেন তবে বুঝতেন একেক শিক্ষার্থী একেকভাবে শিখে আবার একেক জন শিক্ষার্থীর শেখার বা বুঝার যে গতি বা সময় সেটাও ভিন্ন ভিন্ন হয়। শিক্ষক হিসাবে প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষার্থীর শ্রেণি ও বয়স অনুযায়ী শিক্ষাক্রমে বর্ণিত লক্ষ্য ও উদ্দেশ্য হাসিল করতে হলে শিক্ষক হিসাবে যে কতটা ধৈর্য ধরতে হবে, কতটা আন্তরিক হতে হবে, কতটা মানবিক হতে হবে ইত্যাদি একজন শিক্ষক তখনই বুঝবেন যখন তিনি শিক্ষাক্রম সম্পর্কে জানার চেষ্টা করবেন।
The curriculum is the main tool of teaching and learning. Curriculum details on what to teach at a level of education, why to teach, how to teach, who to teach, who to read, how much to read, what teaching materials to teach, what is the purpose of teaching etc.
The curriculum is basically a guideline, a path guide. That is, the curriculum will guide you as a teacher or parent to teach your student or child how to develop his or her physical growth, mental development, social skills, language skills, communication and emotional skills, mathematical and logical skills, development of moral qualities, creativity according to his class and age.
#CEDA, #Teaching skill, #Parenting #Curriulum
Информация по комментариям в разработке