Lunch at Raindrop Garden Cafe, Purbachal || রেইনড্রপ গার্ডেন ক্যাফে, পূর্বাচল || SHAFIQ's Etcetera

Описание к видео Lunch at Raindrop Garden Cafe, Purbachal || রেইনড্রপ গার্ডেন ক্যাফে, পূর্বাচল || SHAFIQ's Etcetera

Raindrop Garden Cafe ঢাকার পূর্বাচলে অবস্থিত। ৩০০ ফিট ধরে যেতে। অনেকেই সেদিকে গিয়ে থাকতে পারেন। গাড়ি নিয়ে গেলে কুড়িল ফ্লাইওভার থেকে ১০/১৫ মিনিট ড্রাইভ করার পর বাঁয়ে U-turn নিয়ে নেমে যেতে হবে। সাইনবোর্ড লাগানো আছে। সেটা মাটির কাঁচা রাস্তা, তবে ড্রাইভ করা কোন সমস্যা নয়। এরপর নির্মিতব্য একটি ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে। কিছুদুর গেলেই রেইনড্রপ রেস্টুরেন্ট পাওয়া যাবে। জায়গায় জায়গায় সাইনবোর্ড দেয়া আছে। সুতরাং অসুবিধা হবার কথা নয়। রেস্টুরেন্টটির পরিবেশ অত্যন্ত চমৎকার। খাবারের মান, স্বাদ এবং সার্ভিস ভাল। আমার কাছে সব মিলিয়ে ভাল লেগেছে। ধন্যবাদ...

Music credit:
Liza & Channel i
Tasnim Anika & Turjo (9 Sound Studio)
Anwar Chandan in Guiter

Комментарии

Информация по комментариям в разработке