ছাগল মোটাতাজা করন || লাভজনক ছাগল পালন পদ্ধতি || Goat farming. ChotoKhamarBari

Описание к видео ছাগল মোটাতাজা করন || লাভজনক ছাগল পালন পদ্ধতি || Goat farming. ChotoKhamarBari

ছাগল মোটাতাজা করন || ছাগল পালন পদ্ধতি || Goat farming.

#ছাগল_মোটাতাজা_করন
#goatfarming
#ছাগল
#goat

ছাগল মোটাতাজা করতে হলে প্রতি দুই থেকে তিন মাস অন্তর প্রতিটি ছাগলকে অ্যানথেলমিন্টিক্স বা কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে। আপনি যদি একটি ছাগলকে মোটাতাজাকরণ করতে চান তাহলে প্রথমেই তাকে কৃমি মুক্ত করতে হবে। তারপর দেখতে হবে যে ছাগল সুস্থ আছে কিনা যদি অসুস্থ থাকে তাহলে আপনাকে চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে হবে। এজন্য ছাগল মোটাতাজাকরণ করতে প্রথমেই ছাগলটিকে সম্পূর্ণ সুস্থ করতে হবে তাহলেই ছাগলটি সুস্বাস্থের অধিকারী হবে। ছাগল পুরোপুরি সুস্থ হলে তারপর আপনাকে ছাগল মোটাতাজাকরণ ভিটামিন ঔষধ অথবা ইনজেকশন করতে হবে। সুস্থ করার পর আপনাকে সঠিক নিয়মে খাবার দিতে হলে।

সুস্থ না করলে আপনার পশুকে বাড়তি খাবার খাওয়ানটা বৃথ্যা হবে, কারণ একটি সুস্থ ছাগলকে যে পরিমাণ খাবার খাওয়ানো হয় তা তার শারীরিক অবস্থার উন্নতি করতে সাহায্য করে। কিন্তু একটু অসুস্থ ছাগলকে প্রয়োজনের চেয়ে বেশি খাবার দিলেও তা কোনো লাভ হবে না।  এছাড়াও ছাগলকে প্রতিদিন কাঁচা ঘাস এবং দানাদার খাবার খাওয়াতে হবে। নিয়মিত গোসল করাতে পারেন এতে আপনের ছাগলের ভালো হবে। ছাগলকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে যাতে তাদের কোন ধরণের সমস্যা ও রোগবালাই না হয়।

ছাগল মোটাতাজা করার উপায়


 ছাগল মোটাতাজা করার প্রাথমিক প্রক্রিয়া হলো ছাগল নির্বাচন। আপনি যদি সঠিক ভাবে ছাগল নির্বাচন করতে পারেন তাহলে আপনার ছাগল দ্রুত বৃদ্ধি পাবে এতেকরে দ্রুত মোটাতাজা করা যাবে।

ছাগল নির্বাচন:−

কম বয়সী সর্বুউচ্চ দুই দাত।
২ উচ্চতা ভাল।
৩ লোম ছোট ও মস…
৪ রোগ মুক্ত ।
৫ নিজের এলাকায় চাহিদা ভাল ।
৬ হাটের দালাল এর মাধ্যমে কিনতে হবে ।

৮ বডি চওড়া মোটা ।
৯ মাংসের মূল্যের চেয়ে বেশি দাম না হয় ।

খাশি কেনার পর প্রথম কাজ হল কৃমি মুক্ত করার লিভার টনিক দেয়া।

ছাগল মোটাতাজাকরণ ঔষধ ও ইনজেকশন


ছাগল মোটাতাজা করার ঔষধ সমূহ :-  ছাগল মোটাতাজা করতে হলে আপনাকে অবশ্যই ছাগল মোটাতাজা করার ঔষধ ও ছাগল মোটাতাজাকরণ ইনজেকশন সম্পর্কে জানতে হবে। আপনি যদি ঔষধ ও ইনজেকশনের নাম ও তালিকা না জেনে থাকেন তাহলে আমাদের এই টেবিল টি দেখুন;

 নং  ঔষধ ও ইনজেকশন০১কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে।০২লিভার টনিক খাওয়াতে হবে।০৩ভিটামিন বি কমপ্লেক্স০৪ভিটামিন সি০৫ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম০৬জিংক সিরাপ

ছাগল মোটাতাজাকরণ খাবার


ছাগল মোটাতাজা করার জন্য সাবলম্বী থেকে পূর্ণ বয়স্ক ছাগলের খাবার:- 

খাদ্য নাম পরিমানভুট্টা ভাঙা৪৭%সয়াবিন খৈল৩০%চিটা গুড়৭%গমের ভুষি১০%লবন১%চুনাপাথর৩%চিলেটেড মিনারেল মিক্স২%মোট= ১০০%

খাওয়ার নিয়ম:- উক্ত চাট অনুযায়ী বিভিন্ন আকারের ছাগলের উপর নির্ভর করে প্রতিদিন 100 থেকে 500 গ্রাম দানাদার খাবার। সাথে ঘাস ৫০% এবং পাতা ৫০% পর্যাপ্ত কারণ ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত ঠিক রাখে। বেশি দানাদার দিলে অবশ্যই খাবারে এমোনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে হবে। পরিমান হবে ১% মোট দানাদার খাবারের। এর ফলে আপনার ছাগলের প্রস্রাব রাস্তাতে পাথর হবেনা

Комментарии

Информация по комментариям в разработке