ইয়া'জুজ-মা’জুজের আগমন | কিয়ামত সিরিজ – ৫ম পর্ব | Deen Daily

Описание к видео ইয়া'জুজ-মা’জুজের আগমন | কিয়ামত সিরিজ – ৫ম পর্ব | Deen Daily

দাজ্জালের মৃত্যুর পর মু'মিনগণ অত্যন্ত স্বস্তি ও আনন্দের সাথে ঈসা (আ) এর সাথে সাক্ষাৎ করার জন্য তাঁর নিকট একত্রিত হবেন। ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তা'আলা ঈসা (আ) কে জানাবেন, "আমি এমন জাতি বের করেছি, যাদের সাথে মোকাবিলা করার ক্ষমতা কারও নেই। কাজেই আপনি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যান।"
অর্থাৎ, কিয়ামতের সবচেয়ে বড় আলামত দাজ্জালের মোকাবিলা করার ক্ষমতা একমাত্র ঈসা (আ) কে দেয়া হয়েছিল; কিন্তু দাজ্জালের ধ্বংসের পর কিয়ামতের পরবর্তী যে বড় আলামতটি আল্লাহ তা'আলা প্রেরণ করবেন, তাদের মোকাবিলা করার সামর্থ্য কারোরই থাকবে না। কুরআন ও হাদিস থেকে জানা যায়, কিয়ামতের অন্যতম বড় আলামত হিসেবে প্রেরিত অপ্রতিরোধ্য ও ভয়ংকর এ জাতির নাম হলো - 'ইয়া'জুজ' ও 'মা'জুজ'।

কিয়ামত সিরিজের ৫ম পর্বে আজ থাকছে ইয়া'জুজ-মা'জুজের আগমন।

সাবস্ক্রাইব করুন Deen Daily ইউটিউব চ্যানেলেঃ
https://www.youtube.com/c/DeenDaily?s...

#DeenDaily

Комментарии

Информация по комментариям в разработке