মিজানুর রহমান আজহারীরাসহ বিশ্বব্যাপী মানছে দেওয়ানবাগীর ধর্মীয় সংস্কার

Описание к видео মিজানুর রহমান আজহারীরাসহ বিশ্বব্যাপী মানছে দেওয়ানবাগীর ধর্মীয় সংস্কার

"মিজানুর রহমান আজহারীরাসহ বিশ্বব্যাপী মানছে দেওয়ানবাগীর ধর্মীয় সংস্কার।"

মিজানুর রহমান আজহারীরা দেওয়ানবাগীর ধর্মীয় সংস্কার নিয়ে বিশ্বব্যাপী আলোচনা করছেন আজকের এ ভিডিওতে। ইসলামিক চিন্তাধারার বিভিন্ন দিক ও দাওয়াতের পদ্ধতি নিয়ে মিজানুর রহমার আজহারীদের দেওয়ানবাগীর প্রচলিত ধর্মীয় সংস্কারের বিষয় নিয়ে এ আলোচনার মাধ্যমে আমরা জানবো কীভাবে এই মতাদর্শগুলো সমাজে প্রভাব ফেলছে।

ভিডিওতে যা থাকছে: দেওয়ানবাগীর ধর্মীয় সংস্কার ও তার ব্যাখ্যা।

যুগের ইমাম সূফী সম্রাট হযরত মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ:) ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন বাহাদুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। আর ২০২০ সালের ২৮ ডিসেম্বর তিনি ওফাত লাভ করেন। তিনিই একমাত্র মহামানব যিনি দু’শতাধিক ধর্মীয় সংস্কার করেন। তম্মধ্যে ওনার জীবদ্দশায় অনেকগুলো রাস্ট্রীয়ভাবে বাস্তবায়িত হয়েছে এবং অনেকগুলো বাস্তবায়নাধীন আছে। নামধারী অনেক আলেম ওলামা জীবদ্দশায় তাঁর বিরোধিতা করলেও ওফাত পরবর্তী সময়ে মিজানুর রহমান আজহারীরাসহ বিশ্বব্যাপী মানছে দেওয়ানবাগীর ধর্মীয় সংস্কার। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন।

আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।

#মিজানুর_রহমান_আজহারী
#দেওয়ানবাগী
#ইসলামিক_সংস্কার
#ধর্মীয়_আলোচনা

Channel Link :    / @sattersadhak  
Thanks for showing.

Комментарии

Информация по комментариям в разработке