Kothai til thakle ki hoi?\শরীরের এই অংশে তিল থাকলে চরিত্রহীন হয়|শরীরের কোথায় তিল থাকা ভালো|mole|til

Описание к видео Kothai til thakle ki hoi?\শরীরের এই অংশে তিল থাকলে চরিত্রহীন হয়|শরীরের কোথায় তিল থাকা ভালো|mole|til

Door of destiny is a new modern astrology channel based on vedic astrology videos.এটি একটি জ্যোতিষশাস্ত্র বিষয়ক বাংলা ভিডিও চ্যানেল।#til #mole_on_ face_astrology #জ্যোতিষশাস্ত্র #astrology #totka #bengaliastrologychannel#door_of_destiny_astrologer_sourav_roy #banglahdvideo #bengaliastrology

এই চ্যানেলে নানারকম জ্যোতিষশাস্ত্র , বাস্তুশাস্ত্র , মন্ত্র বিসয়ক নানা টিপস টোটকা , নানারকম অজানা রহস্য ,পৌরাণিক কথা, ধর্মীও কথা জানতে পারবেন। তাই আপনি যদি এইসব বিসয়ে নিয়মিত ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাসে থাকা বেল আইকনটি All করে রাখবেন। তাহলে জখনই আমি এই সংক্রান্ত ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার দেওয়া একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহী করে। আর যদি ভিডিওটি তথ্যসম্পূর্ণ মনে হয় তো আপনার আপনজনদের সাথে শেয়ার করুন।
imeges credit : google

আপনি আমাকে facebook এ Follow করতে পারেন :   / astrosourav.roy  

আপনি সংযুক্ত থাকতে পারেন আমার সাথে Instagram এ :   / astrosouravroy  

আপনি পেশাদার জ্যোতিষীদের সাথে সংযুক্ত থাকতে চাইলে আজই যুক্ত হন ফেসবুক এর এই গ্রুপে। এই গ্রুপে জ্যোতিষী , বাস্তুবিদ , নিউমেরলজিস্ট , তান্ত্রিক সহ বিভিন্ন মানুষ আছেন । যারা এইসব বিষয় নিয়ে নানা রকম টিপস , টোটকা, মন্ত্র দেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন। যা আপনার উপকারে আসতে পারে।
গ্রুপ লিঙ্কঃ   / 817220985885826  


জ্যোতিষশাস্ত্র একটি পুরাতন বিজ্ঞানভিত্তিক বিষয়।ছয়টি বেদাঙ্গের মধ্যে একটি হল জ্যোতিষশাস্ত্র ।
যাহা সত্য ও চিরন্তন ।
জ্যোতিষশাস্ত্র একটি মহান বিদ্যা যেখানে গ্রহ-উপগ্রহ , নক্ষত্র ইত্যাদির অবস্থান দেখে ভাগ্য গননা করা হয়।

জন্মছক এর সাথে গোচর ও অন্যান্য অনেক সূক্ষ্ম বিসয় বিশেষ গুরুত্বপূর্ণ ।

একজন জ্ঞানী জ্যোতিষী আপনাকে সঠিক পথের দিশা দেখাতে পারেন, যে পথ অনুসরণ করলে আপনি সফল হবেন। কিন্তু আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন না।শুধুমাত্র আপনার কঠিন চলার পথটিকে সহজ করে দিতে পারেন। স্বয়ং ঈশ্বরের একমাত্র আপনার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আছে।
আর আপনার কর্মই আপনার ভাগ্যকে নিয়ন্ত্রন করে তাই ঈশ্বরের উপর ভরসা ও বিশ্বাস রেখে সৎ কর্ম করুন সফল নিশ্চয়ই হবেন।

জ্যোতিষশাস্ত্রে আপনার জন্মছক এর সাথে আপনার বাস্তুকে ঠিক রাখা বিশেষ প্রয়োজন। অনেক সময় জন্মছক ভালো হওয়া সত্তেও জীবনে সুখ , শান্তি আসে না , এর অর্থ আপনার বাস্তুতে সমস্যা রয়েছে। তাই আমরা যেখানে বাস করছি সেখানকার বাস্তুও সঠিক হওয়া প্রয়জন। তবেই আসবে জীবনে সাফল্য ।

** মনে রাখবেন সব সমস্যারই সমাধান রয়েছে। সেগুলি শুধুমাত্র প্রয়োগের কৌশল জানতে হবে।

১) রাতারাতি ধনী / কোটিপতি করে দেওয়ার কোন উপায় আমার জানা নেই।
২) বশীকরণ বিদ্যাও আমার অজানা।

** তবে আপনার ভুলগুলোকে শুধরে দিতে পারি। / কিভাবে শোধরাবেন সেই পথ আমি বলে দিতে পারি।
আপনার সফলতা কিভাবে আসবে তা আমি জ্যোতিষবিদ্যার মাধ্যমে আপনাকে জানাতে পারি।

আপনার জন্য শুভ দিন, শুভ সময় কোনটা ? বাবসা/ চাকরি , শিক্ষা কেমন ? ইত্যাদি বিষয় জানাতে পারি।

তাইতো ম্যাজিক একদিনে / পাঁচদিনে সমাধান , বশীকরণ এই সমস্ত বিষয় এর জন্য আমার সাথে যোগাযোগ করবেন না।

জীবনের সঠিক দিশা ,কোন পথে গেলে আপনার ভালো হবে বা কোনওরকম গাইডেন্সের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আমার গুরু বলেন " সৎ পথে চলার চেষ্টা করো , সৎ হয়ে থাকো এবং সদা সৎ কে গ্রহন করো ।"

পরমেশ্বর এর কাছে আপনাদের মঙ্গল কামনা করি । ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ


Astrologer Sourav Roy

Комментарии

Информация по комментариям в разработке