#Menstrual

Описание к видео #Menstrual

কিছু গুরুত্বপূর্ণ কথা ও ভুল ধারণা জানাই-
👩⚕️প্রথমবার ব্যবহারের আগে কাপটি গরম পানিতে একটু ফুটিয়ে নেবেন। হাইজিনের ব্যাপারে কোনই কম্প্রোমাইজ করা যাবেনা।
👩⚕️পিরিয়ড চলাকালীন প্রতিবার ফুটাতে হবেনা। পরিস্কার পানি দিয়ে ধুলেই হবে। তবে প্রতি পিরিয়ডের শুরুতে গরম পানিতে ফুটিয়ে নেবেন।
👩⚕️প্রতিবার চেঞ্জের সময় হাত ভালমতো পরিস্কার পানি ধুয়ে নেবেন ভূলেও সাবান ব্যাবাহর করবেন না! ।
👩⚕️একটা কাপই ৫-১০ বছর ব্যবহার করা যায় তাই একাধিক এর প্রয়োজন নেই বলেই আমি মনে করি। কাপের প্যাকেটের গায়েই ডিটেল লেখা দেখবেন।
👩⚕️খুব বাধ্য না হলে ৬-৭ ঘন্টা পরপরই কাপটি ওয়াশ করতে চেষ্টা করবেন।
👩⚕️কাপটি সোজাসুজি ইনসার্ট করার চেষ্টা করলেই ইনসার্ট হবেনা। কয়েক ধরনের ফোল্ড করার সিস্টেম আছে সেভাবে করে ইনসার্ট করতে হবে। এবং বের করার সময়ও টানাটানি করলে হবেনা। সিস্টেম অনুযায়ী করতে হবে।
(সব ইউটিউবে পাবেন। তবুও যদি চান কেও আমি ভিডিওতে ফোল্ডিং সিস্টেম দেখিয়ে দিতে পারি আমাকে জানাবেন)
👉প্রশ্ন: কাপটি কি আমার ভিতরে আটকে যেতে পারে বা অদৃশ্য হয়ে যেতে পারে?
প্রথমত, কাপটি আপনার ভিতরে অদৃশ্য হয়ে যাবে না, তবে এটি সামান্য উপরে উঠতে পারে। সেক্ষেত্রে রিলাক্স থেকে নিঃশাস ফেললে কাপটি নিচে নেমে আসবে। স্কোয়াটিংয়ের চেষ্টা করুন এবং কাপটির নীচে না পৌঁছা পর্যন্ত আপনার পেটের পেশীগুলি দিয়ে চাপ প্রয়োগ করুন। মনে রাখবেন কাপটি ভেজাইনা তে হারিয়ে যেতে পারে না; এটি মহাকর্ষ বল দ্বারা নীচে নেমে যাবে।
👉প্রশ্ন: আমি যদি শুয়ে থাকি তাহলে কি ব্লাড আমার জরায়ুতে ফিরে যাবে?
উত্তর: না, রক্ত আপনার জরায়ুতে প্রবাহিত হওয়ার কোন সম্ভাবনা নেই - এমনকি আপনি যদি উল্টোদিকল হয়ে শুয়ে থাকেন তবুও না। হিউম্যান এনাটমি অনুযায়ী ব্লাড ভিতরে যাওয়ার কোন সুযোগ নেই।
👉প্রশ্ন: কাপ পরা অবস্থায় আমি কি প্রস্রাব করতে পারি?
উত্তর: হ্যাঁ, প্রস্রাব ও পিরিয়ড এর রাস্তা আলাদা তাই প্রস্রাব করার সময় আপনাকে কাপটি সরাতে হবে না।


আমাদের ফেসবুকে পেইজ (৩টি )
✅ FB Page: Menstrual Cup Bangladesh :   / masikcup  
✅ FB Page: Menstrual Cup Bd :   / bdmenstrualcup  
✅ FB Page: bqpbd .com :   / bqpbd  

★পেইজের ইনবস্কে নক করুন Inbox এ- SMS দিন ★
🛍🛒 ক্রয় করতে আপনার সম্পূর্ন ঠিকানা, নাম, এবং মোবাইল নাম্বার দিন
☎📞ফোনে অর্ডার করার জন্য কল Call : 0188-0440376 ☎️0199-6935391☎️ 01751-907857

Комментарии

Информация по комментариям в разработке