#firstinwestbengal #parthosarathirmandir
Chunchura Grihi Gita Ashram Beautiful Temple Near Kolkata Guest House Available
শহরের কোলাহলমুক্ত অজানা একটি আধ্যাত্মিক পরিবেশে গীতা মন্দির একটু শান্তির খোঁজ,চুঁচুড়া
আমি বানীসেন, ঘুরে আসি, কাছে,দূরে, বানীসেন আমার চ্যানেল। চুঁচুড়া একটি ব্যস্ততম শহর..এই শহরের মধ্যেই, স্টেশন থেকে হাঁটা পথে ময়নাডাঙ্গায়, সুদীর্ঘ চল্লিশ বছরের বেশী রয়েছে একটি গীতা আশ্রম, নাম গৃহী গীতা সংঘ..এখানে এসে নিজেকে উপলব্ধি করুন।
এখানে গীতার ব্যাখা করা হয়। সংঘগুরুর নিজে গীতার ব্যাখা করেছেন। এখানে এলে দেখবেন তাঁর ব্যাখ্যা করা গীতার আঠারোটি অধ্যায়, বইএর আকারে। এখানে আলোচনা পাঠ, কীর্তন, ভজন আরতি হয়, এসে দর্শন করুন। প্রসাদ পেতে হলে আগের দিন ফোনে জানাতে হয়..প্রণামী প্রসাদহেতু 100/-
কিছুটা ব্যাখ্যা ও এখানে আলোচ্য বিষয়, নীচে তুলে ধরছি।
সমস্ত কিছুই ঈশ্বরময়
বৈচিত্রময় এই জগৎ। উদ্ভিদ, পশু,পক্ষী, মানুষ থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যেই রয়েছে বৈচিত্রতা।
কেউ কারুর মত নয়। যেমন প্রভেদ আকৃতি প্রকৃতিতে তেমনি কামনা, বাসনা, আকাঙ্ক্ষা সর্ব ক্ষেত্রেই রয়েছে বিভিন্নতা।
এই ভিন্নতাই আমাদের ব্যক্তি পরিচয়ের সূত্র। দেহগত"আমি"র প্রতীক। যে আমি মনে করে সমস্ত কর্মের কর্তা সে, প্রকৃতির গুণ সমন্বিত হয়ে গড়ে ওঠে সমগ্র জীবন ধারণের বৃত্ত।
এই বৃত্তের মধ্যে থেকেও, যদি আমরা ঈশ্বরীয় শক্তির দিকে তাকাই, তখন আমরা অনুভব করতে পারি, সমগ্র অভিন্নতার মধ্যেও ঈশ্বরীয় শক্তি সবার জন্য এক ও অভিন্ন।
যে শক্তির ক্রিয়াশীলতায় আত্মা-চেতনা প্রাণ-মন, শ্বাস-প্রশ্বাস, আকাশ-বাতাস, অগ্নি-জল, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, আহার, নিদ্রা, প্রাকৃতিক কর্ম প্রভৃতি সমগ্র জগতে সবার জন্য এক ও অভিন্ন। এই অভিন্ন শক্তিই আমাদের অস্তিত্ব রক্ষা করে।
যে ব্যক্তি, এই অনুভূতি প্রাপ্ত হন যে একমাত্র ঈশ্বরের কৃপাই আমাদের অস্তিত্বের আধার এবং চিন্তনে সব সময়ে ঈশ্বরময় হয়ে থাকেন, তিনি এই সংসার সাগরের জন্ম ও মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করেন।
শ্রীমদ্ভগবদগীতায় দ্বাদশ অধ্যায়ের সাত নম্বর শ্লোকে ভগবান বলছেন---
তেষামহং সমুদ্ধর্তা মৃত্যুসংসারসাগরাৎ।
ভবামি নচিরাৎ পার্থ ময্যাবেশিতচেতসাম্।।
(হে অর্জুন, সেই সকল মদগতচিত্ত ভক্তকে আমি শীঘ্রই মৃত্যুরূপ সংসার সাগর হতে উদ্ধার করি।)
আপনারা আসুন আশ্রম ও আরাধ্য দেবতা পার্থসারথির দর্শনে ও ভোগলাভের আনন্দ নিন...কীর্তন ও সভায় যোগ দিন...আশ্রমের উন্নতি কল্পে সাধ্যমত দান করুন।
ভিডিও টি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। 9874092003 যোগাযোগ করে আসবেন।।প্রয়োজনে ধর্মীয় পুস্তক সংগ্রহ করতে পারেন। পুজো সকলের ভালো কাটুক।...আমার অনান্য ভিডিও দেখতে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। মন্তব্য করবেন ও শেয়ার করবেন. .বেলটা ক্লিক করবেন অনুরোধ রইল। নমস্কার।
Информация по комментариям в разработке