এক মণ ওজনের মিষ্টি তৈরি করতে পারেন গোপালগঞ্জের রণজিত | The Biggest Sweet | Gopalganj Alo Daily Sky

Описание к видео এক মণ ওজনের মিষ্টি তৈরি করতে পারেন গোপালগঞ্জের রণজিত | The Biggest Sweet | Gopalganj Alo Daily Sky

রনজিত জানান, এক কেজি থেকে ৯ কেজি ওজনের মিষ্টি কেজি প্রতি বিক্রি হয় ৩০০ টাকায়। আর ১০ কেজি থেকে তারচেয়ে বেশি ওজনের মিষ্টি ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়। গোপালগঞ্জ জেলা ছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল, নড়াইল, বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে থেকে এসে মিষ্টি কিনে নেন ক্রেতারা। তবে ১০ কেজি বা তার থেকে বড় ওজনের মিষ্টি নিতে হলে আগে থেকেই অর্ডার করতে হয়। এর আগে তিনি এক মন ওজনের মিষ্টিও বানিয়েছেন। তবে প্রয়োজনীয় কড়াই ও চুলা না থাকায় তিনি এখন আর এক মন ওজনের মিষ্টি বানাচ্ছেন না।

Комментарии

Информация по комментариям в разработке