নতুন টাকার হাট | গুলিস্তান টাকার বাজার | Money Market | Gulistan । Anik Adon

Описание к видео নতুন টাকার হাট | গুলিস্তান টাকার বাজার | Money Market | Gulistan । Anik Adon

রাজধানীর গুলিস্তানে গেলেই দেখা মিলে অদ্ভুত এক হাটের যেখানে টাকা কেনা বেচা হয় যেই হাটটি ‘টাকার হাট নামে সুপরিচিত। গুলিস্তান পাতাল মার্কেটের সিঁড়ির দক্ষিণ পশ্চিম পাশে বসে এই টাকার হাট। যেখানে বেচা-কেনা হয়ে থাকে নতুন টাকা। অর্থাৎ যে কেউ পুরাতন টাকা দিয়ে নতুন টাকা সংগ্রহ করতে পারবে। তবে এ ক্ষেত্রে কিছু টাকা বেশি দিতে হয়। এছাড়া ছেড়া-ফাটা টাকাও বদল করে নেওয়ার সুযোগ আছে এখানে।প্রায় সারা বছরই এই হাটে নতুন টাকা বেচাকেনা হয়। তবে ঈদের সময় জমে উঠে এই বাজার। এই সময়ে মানুষ এখান থেকে নতুন টাকা নিয়ে গিয়ে প্রিয়জনদের উপহার দিয়ে থাকেন। কেউবা আবার নতুন টাকা দিয়ে ঈদ সেলামি প্রদান করেন।প্রায় ৫০ বছর ধরে গুলিস্তানের এই এলাকায় এই হাটটি চলে আসছে। কম দামে টাকার বিনিময়ে নতুন টাকা, নতুন টাকার বিনিময়ে ছেঁড়া ও পুরনো টাকা বিক্রি হয় এই ফুটপাতে। স্থানটি ঘিরেই অর্ধশতাধিক মানুষ টাকা বেচা-বিক্রির ব্যবসা করেন। আর এই ব্যবসা দিয়েই ঘর-সংসার চলে সবার।


#takarhaat #moneymarketstocks
#moneymarketinbangladesh
#নতুনটাকারবাজার
#নতুন_টাকার_হাট
#money_market #টাকার_হাট
#shortvideo
#নতুন_টাকার_হাট
#taka $taka

Комментарии

Информация по комментариям в разработке