গাছে কোন সারের কি কাজ জেনে নিন - কোন সার কখন কতটুকু প্রয়োগ করবেন - Fertilizer Introduction

Описание к видео গাছে কোন সারের কি কাজ জেনে নিন - কোন সার কখন কতটুকু প্রয়োগ করবেন - Fertilizer Introduction

গাছে কোন সারের কি কাজ জেনে নিন - কোন সার কখন কতটুকু প্রয়োগ করবেন - Fertilizer Introduction

গাছে সার কি কাজ করে, পরিমানের চেয়ে বেশি ব্যবহার করলে কি হয়, ঘাটতি বা অভাবজনিত লক্ষন নিয়ে আজকে আলোচনা করবো।

সার সাধারণত সবধরনের গাছপালার বৃদ্ধি ত্বরান্বিত করে থাকে।

আমাদের দেশের কৃষিতে মূলত টিএসপি, ইউরিয়া, পটাশ ও ফুরাডান সহ আরো অনেক ধরনের সার ব্যবহৃত হয়ে থাকে।

ডিএপি বা ডাই এ্যামোনিয়াম ফসফেট ও টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট এই দুইটি হলো ফসফেট জাতীয় রাসায়নিক সার।

ফসফরাস জাতীয় সার কোষ বিভাজনে অংশগ্রহণ করে। শর্করা উৎপাদন এই সার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

অনেক সময় গাছের মূল বা শিকড় গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে। গাছের কাঠামো ভালো রাখে এছাড়া ও গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করে থাকে।

ইউরিয়া হলো নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার, যা ব্যাপক হারে শাক সবজি ও ফসলের জমিতে ব্যবহৃত হয়ে থাকে।

ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা যে কোন গাছের শিকড়ের বৃদ্ধি বিস্তারে সহায়তা করে থাকে।

গাছ ও শাকসবজির অনেক পরিমাণ পাতা, ডালপালা ও কান্ড উৎপাদন বা বৃদ্ধিতে সাহায্য করে থাকে।

এমওপি বা পটাশ সারে মাঝে শতকরা ৪৫ থেকে ৫০ ভাগ পটাশিয়াম থাকে।

পটাশ সার শাক সবজি গাছের প্রোটিন বা আমিষ উৎপাদনে সহায়তা করে থাকে।

গাছের কাঠামো শক্ত ও মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

নাইট্রোজেন ও ফসফরাস পরিশোষণে সমতা বজায় রাখে।

গাছে এই সারের ঘাটতি দেখা গেলে পুরাতন বা নতুন পাতার কিনারা থেকে বিবর্ণতা শুরু হয়।

পরবর্তীতে প্রধান শাখাটি মাটির দিকে হেলে পড়ে। গাছে পোকামাকড় ও রোগবালাইয়ের উপদ্রব বেড়ে যায়।

Комментарии

Информация по комментариям в разработке