আদা রসুনের পাইকারি আড়ৎ শ্যামবাজারে অভিযান || অহেতুক মূল্যবৃদ্ধি থেকে সাবধান || DNCRP MONITORING

Описание к видео আদা রসুনের পাইকারি আড়ৎ শ্যামবাজারে অভিযান || অহেতুক মূল্যবৃদ্ধি থেকে সাবধান || DNCRP MONITORING

২৫ এপ্রিল ২০২০ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং পরিচালক (প্রশাসন) মহোদয়ের তত্ত্বাবধানে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ারের পরিচালনায় প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মাসুম আরেফিন এবং সহকারী পরিচালক জনাব শাহনাজ সুলতানা, ফাহমিনা আক্তার, রজবী নাহার রজনী, তাহমিনা বেগম এর নেতৃত্বে ঢাকা মহানগরের কারওয়ান বাজার, কাপ্তান বাজার, শ্যামবাজার, রায়সাহেবের বাজার, নারিন্দা বাজার, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এ সময় নিত্য প্রয়োজনীয় মোড়কবিহীন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।

মহানগরের বিভিন্ন স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় (ট্রাকসেল) তদারকি করা হয় এবং সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হয়।

#DNCRP #CONSUMER_RIGHTS_BD

Комментарии

Информация по комментариям в разработке