Bondhure Tor Mon Pailam Na | বন্ধুরে তোর মন পাইলাম না | শাহনাজ রাহমতুল্লাহ'র অন্যতম একটি বিরহের গান

Описание к видео Bondhure Tor Mon Pailam Na | বন্ধুরে তোর মন পাইলাম না | শাহনাজ রাহমতুল্লাহ'র অন্যতম একটি বিরহের গান

" bondhure tor mon pailam na by shahnaz rahmatullah, বন্ধুরে তোর মন পাইলাম না, দোষ কি আমার ভালবাসার জেনেও নিলাম না, শাহনাজ রাহমতুল্লাহ'র বিরহের গান, bondhure tor mon pailam na lyrics, বন্ধুরে তোর মন পাইলাম না লিরিক্স, most ever popular song by shahnaz rahmatullah, শাহনাজ রহমতুল্লাহ'র গান, বিরহের গান, biroher gaan, shahnaz rahmatullah's song "

গান : বন্ধুরে তোর মন পাইলাম না
কণ্ঠশিল্পী : শাহনাজ রহমতুল্লাহ
কথা : নুরুজ্জামান শেখ
সুর : শাহনেওয়াজ

লিরিক্স : বন্ধুরে তোর মন পাইলাম না
দোষ কি আমার ভালবাসার জেনেও নিলাম না।।

মনের মানুষ ভাইবা তোরে সইপা ছিলাম মন।
কোন দোষে কান্দাইয়া গেলি কইলি না কারন
জানলে আরে তোর সনে প্রেম। করতে চাইতাম না
দোষ কি আমার ভালবাসার জেনেও নিলাম না।।

ঘরের স্বপন লইয়া চোখে ছাইড়াছিলাম ঘর।
সেই চোখে বানাইয়া নদী লইলি না খবর
জানলে আগে ... ধরতে জাইতাম না।

শাহনাজ রহমতুল্লাহ ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এম ফজলুল হক ও মাতার নাম আসিয়া হক। শাহনাজের ভাই আনোয়ার পারভেজ সুরকার ও সঙ্গীত পরিচালক এবং আরেক ভাই জাফর ইকবাল ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও গায়ক। তিনি গান শিখেছেন গজল সম্রাট মেহেদী হাসানের কাছে।

১৯৬৩ সালে ১০ বছর বয়সে ‘নতুন সুর’ নামক চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। ১৯৬৪ সালে প্রথম টেলিভিশনে তার গাওয়া গান প্রচারিত হয়। তিনি গাজী মাজহারুল আনোয়ার, আলাউদ্দিন আলী, খান আতা প্রমুখের সুরে গান গেয়েছেন। পাকিস্তানে থাকার সুবাদে করাচী টিভিসহ উর্দু ছবিতেও গান করেছেন।
মুক্তিযুদ্ধের সময় বন্দী খালেদা জিয়াকে উদ্ধারে বিষয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার কারণে, জিয়াউর রহমানের শাসনামলে তিনি সরকারী ঘণিষ্টতা লাভ করেন। জিয়াউর রহমানের প্রিয় গান, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানে কণ্ঠ দেন তিনি। এছাড়াও এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল্ ইত্যাদি জনপ্রিয় দেশাত্মবোধক গান তিনি গেয়েছিলেন।

শাহনাজ রহমতুল্লাহর গাওয়া উল্লেখযোগ্য গানসমূহের মধ্যে রয়েছে,

একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
এক নদী রক্ত পেরিয়ে
আমার দেশের মাটির গন্ধে
একতারা তুই দেশের কথা বল রে এবার বল
আমায় যদি প্রশ্ন করে
কে যেন সোনার কাঠি
মানিক সে তো মানিক নয়
যদি চোখের দৃষ্টি
সাগরের তীর থেকে
খোলা জানালা
পারি না ভুলে যেতে
ফুলের কানে ভ্রমর এসে
আমি তো আমার গল্প বলেছি
আরও কিছু দাও না
একটি কুসুম তুলে নিয়েছি
ক্ষণিকের ভালো লাগা মনেতে দোলা দিয়ে
এই জীবনের মঞ্চে মোরা কেউবা কাঁদি কেউবা হাসি

Music in this video
Learn more
Song
Bondhure Tor Mon Pailam Na
Artist
Shahnaz Rahmatullah
Album
Best of Shahnaz Rahmatullah
Licensed to YouTube by
GoldenEraBangla, " Bondhure Tor Mon Pailam Na, Shahnaz Rahmatullah's Song" ; Engr. Rokonuzzaman Shishir, Dhaka, Bangladesh.

Комментарии

Информация по комментариям в разработке