সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503
আমাদের Facebook Page: https://www.facebook.com/profile.php?...
আমাদের Facebook Group : / 822928402412283
আমাদের Facebook Page: https://www.facebook.com/profile.php?...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ
পদের নাম : অফিস সহায়ক
(ডান পার্শ্বে প্রদর্শিত নম্বর প্রত্যেক প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক)
পূর্ণমান : ৪০, পরীক্ষার তারিখ: ২৫ মে ২০২৪, সময়: ১ ঘণ্টা
১. বানান শুদ্ধ করে নিম্নের বাক্যটি লিখুনঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আনন্দময়ির আগমনে পড়ে তাঁকে কৃতীত্ত না দিয়ে শূণ্য হাতে ফেরালে তা কেবলমাত্র অপরাধই হবে না, হবে বিদ্রোহী সাহিত্যের প্রতি চরম ঔদাসীন্যতা।
উত্তর: জাতীয় কবি কাজী নজরুল ইসলামে আনন্দময়ীর আগমনে পড়ে তাঁকে কৃতিত্ব না দিয়ে শূন্য হাতে ফেরালে তা কেবল অপরাধই হবে না, হবে বিদ্রোহী সাহিত্যের প্রতি চরম ঔদাসীন্য।
২। এক কথায় প্রকাশ করুনঃ (যে-কোনো ০৫টি)
ক) অহনের অপর অংশ = অপরাহ্ণ
খ) অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে = অবিমৃষ্যকারী
গ) ইক্ষু হতে জাত = ঐক্ষব
ঘ) ক্ষমার যোগ্য = ক্ষমার্হ
ঙ) গুরুর ভাব = গরিমা
চ) যুদ্ধের জন্য ইচ্ছুক = যুযুৎসু
৩। Write a letter to your friend staying abroad inviting him on National Book Fair.
৪। যে-কোনো ০২টি প্রশ্নের উত্তর দিন :
ক) বনভোজনে যাওয়ার জন্য ৫৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে । ৫ জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া ৩ টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল?
সমাধান : মনে করি সে x জন বাস ভাড়া করেছিল।
প্রশ্নমতে, 5700/(x-5)-5700/x=3
বা, (5700x-5700x+28500)/(x(x-5))=3
বা, 〖3x〗^2-15x=28500
বা, 〖3x〗^2-15x-28500=0
বা, x^2-5x-9500=0
বা, x^2-100x+95x-9500=0
বা, x(x-100)+95(x-100)=0
বা, (x-100)(x+95)=0
বা, x=100 অথবা, x=-95,"[গ্রহণযোগ্য নয়]"
বাস ভাড়া করেছিল 100 জন বাসে গিয়েছিল 95 জন।
উত্তর: 95 জন
খ) 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত? [কর অঞ্চল চট্রগ্রাম-৩, উচ্চমান সহকারী-২০২২]
সমাধান: দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল = ৪০×১.৫ = ৬০ বর্গমিটার
প্রস্থ বরাবর ক্ষেত্রফল = ৩০×১.৫ = ৪৫ বর্গমিটার
রাস্তার ক্ষেত্রফল = ৬০+৪৫-১.৫×১.৫ বর্গমিটার
= ১০৫-২.২৫ বর্গমিটার
= ১০২.৭৫ বর্গমিটার
উত্তর: ১০২.৭৫ বর্গমিটার
গ) x^2-√5 x+1=0 হলে, x^4-1/x^4 এর মান কত?
দেওয়া আছে, x^2-√5 x+1=0
বা, x^2+1=√5 x
বা, x+1/x=√5
আবার, 〖(x-1/x)〗^2=〖(x+1/x)〗^2-4.x.1/x
বা, x-1/x=√(〖(√5)〗^2-4)
বা, x-1/x=1
বা, x^2+1/x^2 -2x.1/x=1
বা, x^2+1/x^2 =3
এখন, x^4-1/x^4 =x^(2^2 )-1/x^(2^2 )
বা, x^4-1/x^4 =(x^2+1/x^2 )(x^2-1/x^2 )
বা, x^4-1/x^4 =(x^2+1/x^2 )×(x-1/x)(x+1/x)
বা, x^4-1/x^4 =3×1×√5
বা, x^4-1/x^4 =3√5
উত্তর: 3√5
৫। যে-কোনো ০৫ টি প্রশ্নের উত্তর দিন :
ক. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? পাট থেকে ‘জুটন’ আবিষ্কার করেন কে?
উ. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ, ঢাকায় অবস্থিত। পাট থেকে ‘জুটন’ আবিষ্কার করেন ড. মোহাম্মদ সিদ্দিকউল্লাহ।
খ. বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি? এটি কোন বিভাগে অবস্থিত?
উ. বাংলাদেশের বৃহত্তম হাওড় হাকালুকি হাওড়। এটি সিলেট বিভাগে অবস্থিত।
গ. মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? নৌ-কমান্ডোগণ কত নম্বর সেক্টরভুক্ত ছিলেন?
উ. মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। নৌ-কমান্ডোগণ ১০ নম্বর সেক্টরভুক্ত ছিলেন।
ঘ. ‘লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের সীমান্তরেখা?
উ. ভারত-পাকিস্তান
ঙ. ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কত তারিখে ও কোন অঞ্চলে মারা যান?
উ. ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ১৯ মে, ২০২৪ সালে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাওয়ার পথে জোলফা এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
চ. ‘জাতিসঘ দিবস কবে? IOM এর সদর দপ্তর কোথায়?
উ. ২৪ অক্টোবর ‘জাতিসঘ দিবস'। IOM এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় ।
Информация по комментариям в разработке