Amar Khub Taka Dorkar | Shuvro | Original Bangla Song |

Описание к видео Amar Khub Taka Dorkar | Shuvro | Original Bangla Song |

Amar Khub Taka Dorkar is an original song of mine. I wrote it when I used to stay in hostel with my friends near Dhanmondi.
Song : Amar Khub Taka Dorkar, Rayhan Islam Shuvro .

Facebook
  / shuvromusic  
  / shuvrobhai  

Lyrics :
দিনরাত যায়, টাকা ছাড়া ফাঁকা পকেটে
তবে, ভাড়া দিতে হবে এ চার দেয়ালের।
দেয়াল ঘড়ির ব্যাটারি শেষ
কাঁটা গুলো আজও আছে বেশ
শব্দ হয় না টিকটিক টিকটিক প্রতিমুহূর্তে।
বাতাস থেকে শব্দ বেশি
আমার ঘরের এ ফ্যানে।
আমি ঘেমে ভিজে ধ্যানে।
কয়েল তো শেষ, কয়েলদানি
সঙ্গী হারিয়ে রানী মশাদের গুনগুনানি।
ফুটছে চায়ের পানি।
চিনি ছাড়া চা দুধ শেষ আবার।
চিনি দিয়ে পানি গুলিয়ে খাব।
তবু চা খাব না যাব না বাজার।
এ সমাচার!
আমার খুব টাকা দরকার!
কথা হয়না নিতুর সাথে
এখন আর প্রতিরাতে।
ও আমাকে জীবন গোছানোর মিশন দিয়েছে।
ব্যালেন্স তো নেই আমার ফোনে।
ফোনটাও ঘরের এক কোণে।
ফোনে নিতুর অনেক অভিমানী মেসেজ জমেছে।
আমার জীবন আমার খুশি।
যদি গরুর চাবানো ভুষি খাওয়া দেখে খুশি হয়ে যায় এমন।
নিতু তোমার ইচ্ছে হলে
তুমি চোখ বুঝে আমায় ভুলে
খুজে নিও কোন গোছানো জীবন।
ফুটছে চায়ের পানি।
চিনি ছাড়া চা দুধ শেষ আবার।
চিনি দিয়ে পানি গুলিয়ে খাব।
তবু চা খাব না যাব না বাজার।
এ সমাচার!
আমার খুব টাকা দরকার!


Facebook. : shuvromusic
Instagram. : shuvrobhai
Youtube : shuvromusic

Комментарии

Информация по комментариям в разработке