নারী নির্যাতন সম্পর্কে ইসলাম কি বলে জেনে নিন ।। ইসলামে নারীর মর্যাদা ।। ইসলামের নিয়ম কানুন
Please Subscribe Our Channel
Share this video
Like this video
Comments your opinions
নারীর মর্যাদা ও সম্মান পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করেছে ইসলাম। যা কুরআনে সুস্পষ্টভাবে বিস্তারিত আলোচনা হয়েছে। ইসলামের বিরুদ্ধে বড় বড় স্লোগান দেয়া হয় যে, ইসলাম নারীকে সঠিক মর্যাদা দেয়নি বরং ঠকিয়েছে। অথচ যারা এ অপবাদ দেয়, তাদের পরিবার ও গণ্ডির মধ্যেই নারীদের মর্যাদা ও অধিকার সুরক্ষিত নয়।
ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে তা অনুধাবন করতে হলে অতীতের ইউনানি সমাজ, রোমান সমাজ, ইয়াহুদি সমাজ, খ্রিস্টান সমাজ, বৌদ্ধ সমাজ, আইয়্যামে জাহেলিয়াতের সময়কালসহ হিন্দু সমাজের নারীদের অবস্থানের দিকে তাকাতে হবে।
ইসলাম নারীদের যে মর্যাদা ও অধিকার দিয়েছে তার পার্থক্য নিরূপণ করতে হলে পূর্ববর্তী সব সমাজের নিয়ম-কানুনের সঙ্গে কুরআন-সুন্নাহর বক্তব্য মিলিয়ে দেখলেই তা প্রকাশ পেয়ে যাবে।
আল্লাহ তাআলা পুরুষের জন্য যতগুণ ও মর্যাদা নিরূপণ করেছেন, ঠিক সঙ্গে সঙ্গে নারীদেরও সেসব গুণ ও মর্যাদায় শামিল রেখেছেন। তাদের উভয়ের জন্যই ক্ষমা ও পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেন-
‘নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাযতকারী পুরুষ,, যৌনাঙ্গ হেফাযতকারী নারী, আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী-তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার।’ (সুরা আহজাব : আয়াত ৩৫)।
আবার ইসলামের আগমনের পূর্বে একটা সময় এমন করুণ ছিল যে, কন্যাসন্তান জন্মগ্রহণ করাকে কুলক্ষণে, দুঃসংবাদ, লজ্জা এবং দারিদ্র্যতার কারণ মনে করা হতো। যে কারণে তারা তাদের সদ্য জন্ম নেয়া এসব নিষ্পাপ কন্যাসন্তানদের জীবন্ত মাটি চাপা দিতো। ওই সব লোকদের ধিক্কার জানিয়ে আল্লাহ বলেন-
‘আর যখন সুসংবাদ দেয়া হয় তাদের কাউকে কন্যাসন্তানের, তার মুখমণ্ডল কালো হয়ে যায় আর সে হয় বড়ই ব্যথিত। সে মুখ লুকায় লোকদের থেকে, তাকে যে সুসংবাদ দেয়া হয়েছে তার গ্লানির কারণে। সে কি একে (জীবিত) রাখবে বেইজ্জতি সত্ত্বেও, না তাকে পুঁতে রাখবে (জীবন্ত কবর দিবে) মাটিতে। তাদের ফায়সালা কতইনা নিকৃষ্ট।’ (সুরা নহল : আয়াত ৫৮-৫৯)
পরিশেষে…
নিঃসংকোচে এ কথা বলা যায় যে, ইসলাম ছাড়া অন্যান্য সব সমাজেই নারীদের অবস্থান ছিল এক কথায়, পণ্য-দ্রব্যের মতো। অর্থাৎ বাজারে যেভাবে জিনিসপত্র বিকিকিনি হয়, নারীরাও সমাজে এভাবে বিকিকিনি হতো। কোনো কিছুতেই তাদের কোনো স্বাধীনতা বা ন্যূনতম মর্যাদা ছিল না।
((এই ভিডিওতে যে কথা গুলো বলা হয়েছে তা মুলত বিভিন্ন প্রকার নিয়ামুল কুরআন এবং ইন্টারনেট থেকে সংগৃহীত ।সকল কথা আমরা কুরআন এবং হাদিস এর আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো । যদি আপনারা আমাদের কোনো ভুল কথা তে কষ্ট পান তাহলে দয়া করে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন ।
এবং কমেন্ট এর মাধ্যমে আমাদের কে আপানারা আপনাদের মতামত জানাতে পারবেন ।
"আমাদের ভিডিও গুলো কাউকে ছোট করা বা কাউকে খারাপ প্রমানিত করার জন্যে নয়। সবাইকে ধন্যবাদ"
আল্লাহ আপনাদের সকল কে ভালো রাখবেন ইনশাল্লাহ
আমাদের ভিডিও গুলার আপডেট পেতে এখনি আমাদের চ্যানেলটি Subscribe করুন ।))
Информация по комментариям в разработке