========🔹 এট্যানশন 🔹 ========
আমাদের চ্যানেলের ভিডিওগুলো সম্পূর্ণ ইসলামিক
ও শিক্ষনীয়। আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার
সমস্যা, ফেতনা, ও অনুপ্রেরণা মূলক ভিডিও
এই চ্যানেলে আপলোড করে থাকি।
আপনার জীবনের যে কোন প্রকার সমস্যার
সমাধানের জন্য ভিডিও আসবে ইনশাআল্লাহ,
কাজেই যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন থাহলে
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 💥
এবং এই ভিডিওটি দেখতে থাকুন..
#depression #failure #হতাশা
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
▶আমাদের এই ভিডিওগুলো দেখুন 👇
▶️ • [Exclusive Reminder] হিজাবের আড়ালে লুকিয়ে ...
▶️ • [Exclusive Reminder] সফলতার গল্প┇এবার আপনি...
▶️ • সফলতার আসল সিক্রেট - How to Become a succe...
▶️ • হিজাব যখন ফ্যাশন | When Hijab Fashion | Hi...
▶️ • জীবনে কাকে খুশি করছি আমরা - কাকে খুশি করা ...
=========🔹ফলো করুন 🔹=========
▶️ ফেসবুক 👇 https://www.facebook.com/profile.php?...
▶️ ইনস্টাগ্রাম 👇
https://instagram.com/itsfarhan_kk?ig...
▶️ টিকটক 👇
https://www.tiktok.com/@itsfarhan_kk?...
==========🔸Tags🔸 ==========
হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়
দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়
দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া
হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তি
হতাশা থেকে মুক্তির উপায়
দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তির উপায়
দুশ্চিন্তা দূর করার উপায়
হতাশা থেকে মুক্তি পাওয়ার গোপন রহস্য
দুশ্চিন্তা থেকে মুক্তি
ডিপ্রেশন থেকে মুক্তির উপায়
দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়
দুশ্চিন্তা দূর করার দোয়া
হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া
========🔸Script🔸=========
▶ হতাশা থেকে মুক্তি লাভ!
অনেক চেষ্টা করার পরও আপনার হয়তো চাকরি হচ্ছে না, বয়স অনেক হয়ে গেছে কিন্তু এখনো বিয়ে হচ্ছে না, পরিবারের সবার অবস্থান আপনার প্রতিকূলে, কারো কাছ থেকে সামান্য সান্ত্বনাটুকু পাচ্ছেন না, নিজের অতি আপনজনও অচেনা আচরণ করছে, সবাই কাছে থেকেও যেন আপনার কাছে কেউ নেই, আপনি বড় একা অনুভব করছেন, ক্যারিয়ার থেকে শুরু করে নানান কারণে হতাশায় আপনার চলার পথটুকু যেন অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে বেঁচে থাকাটাই বৃথা। জীবনের এমন অসহায় পরিস্থিতিতে কুরআন আমাদেরকে মূসা আলাইসিস্সালাম এর জীবনের ঘটনা থেকে মোটিভেশন নেওয়ার শিক্ষা দেয়।
ভাবুন তো, আপনি ভুলে কাউকে হত্যা করে ফেলার মতো বড়ো কোনো বিপদে পড়ে জালিম শাসকের অত্যাচারের ভয়ে নিজের জন্মস্থান ঘর-বাড়ি, প্রিয় বন্ধু-বান্ধব, আত্নীয় স্বজন সবাইকে ছেড়ে কোনো এক অচেনা স্থানে গিয়ে ঠাঁই নিলেন।
এমনই এক পরিবেশে আপনার অবস্থান, যেখানে না আছে আপনার কোনো আত্মীয়, না আছে আপনার কোনো বন্ধু-বান্ধব। কেউ নেই আপনার সেখানে। দুপুরে কোথায় খাবেন, কী খাবেন এগুলোর কিছুই আপনি জানেন না। এমনকি আজ খোলা আকাশের নিচে রাত্রি যাপন করা ছাড়া আপনার আর দ্বিতীয় কোনো পথও খোলা দেখছেন না। আজ এতোটাই অসহায় আপনি। বড়ো কঠিন এক সময় অতিবাহিত করার আভাস পাচ্ছেন।
এই যে একটি দৃশ্যপট ভাবার কথা আপনাকে বলা হলো, কল্পনার জগতে এই পরিস্থিতিতে নিজেঁড় করিয়ে একটু বোঝার চেষ্টা করুন তো বাস্তবে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে আপনাকে কতোটা করুণ অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। তখন আপনি নিশ্চয়ই অনেক বড়ো অসহায় হয়ে পড়বেন-তাই না! আল্লাহ তা'য়ালা সাধারণত মানুষকে তার ঘর-বাড়ি, সকল আত্মীয়, বন্ধু-বান্ধব, চাকরি, খাওয়ার ব্যবস্থা হারানোর মতো ভয়াবহ ব্যবস্থায় ফেলেন না। তবে কেউ যদি এরকম পরিস্থিতির স্বীকার হয়েই যায় তবে তার আশাহত হওয়ার কোনো কারণ নেই।
বলাই বাহুল্য, মূসা আলাইহিস্সালাম এর ঘটনা তাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে, যোগাবে সাহস, যোগাবে মানসিক শক্তি।
যুবক বয়সে একবার মূসা আলাইহিস্সালম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার স্বীকার হয়ে ফেরাউনের হত্যার ভয়ে নিজের আপন বাড়ি ছেড়ে মাদইয়ান নামক এক স্থানে যাত্রা শুরু করলেন। পেছনে নিজের বাড়ি, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ফেলে অচেনা এক জায়গায় যাচ্ছেন। সেই যাত্রা পথে তিনি যেতে যেতে আল্লাহ তা'য়ালাকে কী বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন,
অর্থঃ আমি আশা করি আমার মালিক আমাকে সঠিক পথই দেখাবেন। সূরা আল কাসাস, আয়াত নং বাইশ
এই কথাটির মানে কী, জানেন? এর মানে হচ্ছে, তিনি আল্লাহ তা'য়ালার ওপর সুধারণা রেখেছেন। সেই সুধারণা এরকম যে, আল্লাহ তা'য়ালা তাকে সেদিকেই যাওয়ার তাওফিক দিবেন যেদিকে গেলে তিনি সঠিক পথ পাবেন, যেদিকে গেলে তার কোনো অকল্যাণ হবে না, যেদিকে গেলে তার জন্য সবকিছু সহজ হবে।
এই আয়াত দিয়ে বোঝা যায়, তিনি আল্লাহর ওপর কতোটা গভীর ভরসা রেখেছিলেন, সুবহান'আল্লাহ!
আমরা কি বিপদ আপদে পড়ে আল্লাহকে স্মরণ করছি? মূসা আলাইস্সালাম এর মতো আল্লাহর ওপর ভরসা রাখতে পারছি? আল্লাহ আমাদের জীবনের সকল সমস্যাকে মুহূর্তেই সমাধান করে দিতে পারেন, আমাদের দৃষ্টিতে সকল অসম্ভবকে ‘সম্ভব’ করে দিতে পারেন সেই সুধারণা কি আমরা রাখছি? আল্লাহ বলেছেন, আমি সেরকমই, যেরকম আমার বান্দা আমার প্রতি ধারণা রাখে।
▶ সহীহ বুখারি (হাদীস নং : ৭৪০৫)
কাজেই আমাদের জীবনে যাই হয়ে যাক না কেন,
সর্বাবস্থায় আল্লাহর উপর ভরষা রাখতে হবে, তাহলেই সকল মুসকিল আছান হয়ে যাবে ইনশাআল্লাহ।
ভিডিওটি যদি একটুও উপকারী মনে হয় তাহলে এইরকম আরো ভিডিও আপনার টাইমলাইনে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবং নেক্সটে কি টপিকে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানিয়ে দিন।
আল্লাহ হাফেজ।
Информация по комментариям в разработке