প্রেম পাথারে যে সাতারে

Описание к видео প্রেম পাথারে যে সাতারে

Prem pathare je satare-
#lalonsong ,Singer: Nitai Chandra Roy.

#লালনগীতি
শিল্পীঃ নিতাই চন্দ্র রায়

প্রেম পাথারে যে সাতারে
তার মরনের ভয় কি আছে
নিষ্ঠা মনে প্রেম করে সে
এক মনে সে ্সে আছে।

শুব্ধ প্রেম রসিকের ধর্ম
মানে না বেদ বিধির কর্ম
রসরাজ রসিকের মর্ম
রসিক বৈ আর কে জেনেছে
প্রেম পাথারে যে সাতারে
তার মরনের ভয় কি আছে।

শব্ধ স্পর্শ রূপ রস গন্ধ
এই পঞ্চে হয় নিত্যানন্দ
যার হয়েছে সদানন্দ
নিরানন্দ জানে না সেহ
প্রেম পাথারে যে সাতারে
তার মরনের ভয় কি আছে।

পাগল নয় পাগলের পারা
দুই নয়নে বহে ধারা
যেন সুর ধ্বনির ধারা
লালন কয় ধারায ধারা মিশে আছে
প্রেম পাথারে যে সাতারে
তার মরনের ভয় কি আছে।

Комментарии

Информация по комментариям в разработке