২৬ মার্চ, ২০১৬ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কোয়ান্টাম কসমো স্কুল

Описание к видео ২৬ মার্চ, ২০১৬ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কোয়ান্টাম কসমো স্কুল

জাতীয় শিশু কিশোর সমাবেশের কুচকাওয়াজে আবারো প্রথম হয়েছে কোয়ান্টারা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ, ২০১৬ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এ কুচকাওয়াজে এবার দ্বিতীয়বারের মতো অংশ নেয় কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা এবং প্রথমবারের মতোই অসাধারণ কুচকাওয়াজ নৈপুণ্য দিয়ে বিস্ময় বিমুগ্ধ করে মাঠে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রীসহ হাজার হাজার দর্শকশ্রোতাকে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৫২ টি সংগঠনের শিশুকিশোরের এ প্রতিযোগিতায় প্রথম হওয়া কোয়ান্টাম কসমো স্কুলের প্যারেড দলে এবার ছিল প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর মোট ৭০ জন কোয়ান্টা। বাদকদলে ছিল ৫৯ জন কোয়ান্টা। গতবারের মতো এবারো আনসার ও ভিডিপি-র পেশাজীবী বাদক ও বিউগ্লারদের বাইরে কোয়ান্টাম কসমো স্কুলের বাদকদলই ছিল একমাত্র দল যারা বেসরকারিভাবে কোনো স্কুলের উদ্যোগে গঠিত ও পরিচালিত। প্রতিযোগিতায় না থাকলেও সুসজ্জিত এই ব্যান্ডদলের মাঠ প্রদক্ষিণের প্রায় তিন মিনিটব্যাপী পরিবেশনাটি মন্ত্রমুগ্ধ হয়ে দেখেন দর্শকরা।
উল্লেখ্য, বান্দরবানের লামার প্রত্যন্ত এক জনপদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ২০০১ সালে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এ স্কুলটি। মাত্র ৭টি শিশুকে নিয়ে শুরু হলেও গত ১৫ বছরে এর শিক্ষার্থীর সংখ্যা এখন সহস্রাধিক। এ শিশুদের অন্ন-বস্ত্র-বাসস্থানসহ শিক্ষা ও প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করছে কোয়ান্টাম সম্পূর্ণ নিজ উদ্যোগে, ফাউন্ডেশনের শত শত স্বেচ্ছাসেবীর সহযোগিতা নিয়ে।

Комментарии

Информация по комментариям в разработке