হরে কৃষ্ণ বলরে প্রাণ | Hare krishna Iskcon Dj Song | Hare krishna
mon re hare krishna bol
hare krishna bol moyna re
mone hore krishno bole
mon re amar krishna krishna bol
hare krishna iskcon dj song
hare krishna hare rama iskcon dj song
mayapur iskcon hare krishna dj song
হরে কৃষ্ণ হরি বল
হরে কৃষ্ণ বল
হরে কৃষ্ণ ভোরের কীর্তন
হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
🎶 হরে কৃষ্ণ – বাংলা ফোক ভজন 🎶
শিরোনাম: "হরে কৃষ্ণ বলরে প্রাণ"
(ফোক সুরে ভক্তি ও প্রেম মেশানো এক নতুন গান)
🎵 মুখড়া:
হরে কৃষ্ণ বলরে প্রাণ, রাধা নাম লহোরে জান,
নদিয়া ধামে বাজে বাঁশি, নাচে গোপী গোপন প্রাণ।
🕉️ অন্তরা ১:
জপ জপ রে নিতাই নাম,
হৃদয় মাঝে বাসে কৃষ্ণ-ধাম।
গোরাঙ্গ বলিতে নয়ন ঝরে,
প্রেমে মিশে দেহটা ভরে।
🌼 হরে কৃষ্ণ হরে রাম,
সাঁইরূপে এলেন কৃষ্ণ ধাম।
🌸 অন্তরা ২:
তালের ছন্দে দোলে মন,
বাঁশির সুরে ভাসে জীবন।
রাধার রঙে রাঙা প্রাণ,
প্রীতির গানে হয়ো দান।
🎶 হরে কৃষ্ণ বলরে প্রাণ,
রাধা নাম লহোরে জান।
🔔 অন্তরা ৩:
বাউলের সুরে ডাকে কেউ,
‘নাম’ ছাড়া নাই তো কিছু বঁইচে।
তুই নাম জপলে কৃষ্ণের প্রীত,
লাভ হবি রে মনের মিত।
হরে কৃষ্ণ, হরে হরে,
জপ রে প্রাণ, প্রেম ভরে।
🙏 শেষ পংক্তি:
হরে কৃষ্ণ হরে রাম,
রাধে শ্যাম, রাধে শ্যাম।
নাম-সুধায় ভরে প্রাণ,
হরি নামেই মুক্তি জান! 🌿✨
ভক্তি আন্দোলন, পূজা অনুষ্ঠান, ভক্তি সঙ্গীত, ভজন গীতি, হরে কৃষ্ণ, কৃষ্টিকাঠামো, দিব্য দর্শন, কৃষ্ণ রস, কৃষ্ণ ভাবনা, জাপা ম্যনট্রা, krishna bhajan, বাংলা কীর্তন, কৃষ্ণ ভজন, hare krishna, krishna, কৃষ্ণ সেবা, নাম সংঘ, দি পিয়ার কৃষ্ণ, বাংলা भजन, কীর্তন উৎসব, হরে কৃষ্ণ হরে রাম, ভগবান চেতন, মন্দির সঙ্গীত
Информация по комментариям в разработке