হকিস্টিক হাতে পড়শীর ‘কথা একটাই’ | Imran Mahmudul | Bijoy TV

Описание к видео হকিস্টিক হাতে পড়শীর ‘কথা একটাই’ | Imran Mahmudul | Bijoy TV

#Imran_Mahmudul #ইমরান #পড়শী
মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রির অন্যতম সফল জুটি ইমরান মাহমুদুল ও পড়শী। তারা জুটি হয়ে এ পর্যন্ত তিনটি দ্বৈত গান উপহার দিয়েছেন। যার প্রতিটিই সুপার হিট। মাঝে বিরতির পর এই জুটি আবারও হাজির হলেন নতুন গানচিত্র নিয়ে। মিউজিক ভিডিওটির নাম ‘কথা একটাই’।
রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। ১০ ডিসেম্বর বিকেলে পড়শীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।
নতুন গান প্রসঙ্গে ইমরান বলেন, ‘কথা একটাই’ নামের গানটি পড়শীর সঙ্গে করা আমার চতুর্থ দ্বৈত গান। এই গানটি নিয়ে দর্শকদের মাঝে অনেক আগ্রহ দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।
এদিকে গানচিত্রটি প্রকাশের আগেই নানা প্রচারণায় ব্যস্ত রয়েছেন শিল্পীদ্বয়। ৯ ডিসেম্বর প্রচারণার শেষ চমক হিসেবে প্রকাশ পেয়েছে গানচিত্রের একটি বিশেষ পোস্টার। যেখানে স্থান পেয়েছে শুধুই পড়শীর অন্যরকম এক ছবি। দেখা যাচ্ছে, হকিস্টিক হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বসে আছেন পড়শী। লক্ষ্য নিশ্চয়ই অদূরে ফ্রেমের বাইরে থাকা ইমরান!
গানটি নিয়ে পড়শী বলেন, জীবন মামার লেখা, ইমরান ভাইয়ের সুর ও সংগীতে তিন জনের এই প্রজেক্ট দীর্ঘদিন পর হলো। বেশ আগে আমরা ‘জনম জনম’ শিরোনামে একটি গান করেছিলাম। সুপারহিট হয়েছিল সেটি। দীর্ঘদিন পর ‘কথা একটাই’ করলাম আমরা। গানটির রেকর্ডিং ও ভিডিও করার সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

Комментарии

Информация по комментариям в разработке