বাংলা গান লেখার সহজ পদ্ধতি । হাতে কলমে গান লেখা শিখুন । সহজপাঠ । ১৫ |

Описание к видео বাংলা গান লেখার সহজ পদ্ধতি । হাতে কলমে গান লেখা শিখুন । সহজপাঠ । ১৫ |

বাংলা গান লেখার সহজ পদ্ধতি । হাতে কলমে গান লেখা শিখুন । সহজপাঠ । ১৫ | How to write a Bengali Lyric?
এই ভিডিওতে দেখানো হয়েছে মাত্র দশ মিনিটে কিভাবে একটি সম্পূর্ণ গান রচনা করা যায়।

মাত্র ১০ মিনিটে হাতে কলমে গান লেখা শিখুন

পুরো ভিডিওটি দেখুন, এরপর নিজে চেষ্টা করুন


এই টিউটোরিয়ালের জন্যে যে গানটি তাৎক্ষণিকভাবে লেখা হলো:

তোমার দিকে তাকিয়ে থাকি সারাবেলা

এমন করে চলতে থাকে আমার খেলা।।


তুমি আছো মনের মাঝে

আছো আমার সকল কাজে

তবু কেনো পাচ্ছি তোমার অবহেলা।।


নদীর বুকে ঢেউ খেলে যায়

তারায় তারায় অনেক কথা

বনের পাখি কখনোই

দেখায় না তার নিরবতা।


ভ্রমর যখন ফুলে আসে

ফুল যে তাকে ভালবাসে

আসো করি দু’জন মিলে ফুলের মেলা।।

০৫.৩০.২০২১
উডহেভেন, নিউইয়র্ক

গান সংক্রান্ত প্রথম ভিডিও লিংক:

   • গানের ছন্দ কি? কিভাবে গান লিখবেন? গান...  

Комментарии

Информация по комментариям в разработке