বিধায়ক হত্যায় প্রধান সাক্ষী উমেশ পাল খুনের CCTV ফুটেজ প্রকাশ্যে, উমেশ খুনে অভিযুক্তের এনকাউন্টার

Описание к видео বিধায়ক হত্যায় প্রধান সাক্ষী উমেশ পাল খুনের CCTV ফুটেজ প্রকাশ্যে, উমেশ খুনে অভিযুক্তের এনকাউন্টার

২০০৫ সালে উত্তর প্রদেশে বিএসপি বিধায়ক রাজু পালের হত্যাকাণ্ডে চাঞ্চল্য তৈরি হয়। সেই খুনের মূল সাক্ষী উমেশ পালকে সদ্য খুন করা হয় খুব কাছ থেকে। এক সিসিটিভি ফুটেজে এই গোটা ঘটনার দৃশ্য দেখা গিয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, Hyundai Creta SUV এর পিছনের সিট থেকে নামছেন উমেশ পাল। আর তাঁকে দেখেই গুলি চালাতে শুরু করে আততায়ী। তাঁকে পিছন থেকে গুলি করা হয়। উমেশের সঙ্গে ছিলেন তাঁর দুই পুলিশ বডিগার্ড। উত্তর প্রদেশের প্রয়াগরাজে সদ্য এই ঘটনা ঘটে যায়। পুলিশ জানাচ্ছে, আততায়ীরা একটি গাড়ি ও বাইকে আসে। আততায়ীদের সঙ্গে ছিল তাজা বোমা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ব্যাগ থেকে বোমা বের করে উমেশের দিকে ছুড়ছে এক আততায়ী। উল্লেখ্য,উমেশ পাল হত্যাকাণ্ডে এক অভিযুক্তের সোমবার এনকাউন্টার হয়েছে। প্রয়াগরাজের নেহরুপার্কে এদিন এনকাউন্টারে মারা যায় ওই অভিযুক্ত।

‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন।

ফেসবুকে আমাদের পেজে লাইক করুন :   / hindustantimesbangla  

টুইটারে আমাদের টুইট করুন :   / ht_bangla  

ইনস্টাগ্রামে ফলো করুন : https://www.instagram.com/htbangla/?h...

#cctv #encounter #bsp

Комментарии

Информация по комментариям в разработке