সৃষ্টি কর্তার অদ্ভুত সৃষ্টি || Bakreswar Hot Water Spring || Birbhum || West Bengal

Описание к видео সৃষ্টি কর্তার অদ্ভুত সৃষ্টি || Bakreswar Hot Water Spring || Birbhum || West Bengal

বীরভূম জেলার সদর সিউড়ি থেকে 22 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং দুবরাজপুর থেকে ১২ কিলোমিটার উত্তরে বক্রেশ্বর অবস্থিত। দুই দিক থেকেই এখানে সহজেই আসার যায়। এই এলাকার উত্তর-পূর্ব দিক দিয়ে বয়ে চলেছে বক্রেশ্বর নদী।এই বক্রেশ্বর হলো মহাঋষি অষ্টাবক্রের তপস্যাভূমি। এখানে তিনি সিদ্ধিলাভ করেন। ঋষি-আরাধিত শিব, ঋষির নামানুসারে বক্রেশ্বর নামে অভিহিত হন। মহর্ষি বেদব্যাসের “শ্রীশ্রী বক্রেশ্বর মাহাত্মা” বইয়ে এই স্থানকে ‘গুপ্ত-কাশী নামে উল্লেখ করা হয়েছে। বক্রেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণ এর উষ্ণ প্রস্রবণগুলি। এগুলি হল – পাপহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খরকুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড, অমৃতকুণ্ড। খর, ভৈরব ও সূর্যকুণ্ডের জলের তাপমাত্রা যথাক্রমে ৬৬, ৬৫ ও ৬১ ডিগ্রি সেলসিয়াস। অগ্নিকুণ্ডের তাপমাত্রা ৮০ ডিগ্রি সেলসিয়াস। এই কুণ্ডের জলে সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, সিলিকেট, ক্লোরাইড, বাইকার্বোনেট ও সালফেট পাওয়া যায়, যা ঔষধিগুণসম্পন্ন। ব্রহ্মাণ্ড পুরাণে ঋষি অষ্টাবক্রর একটি কাহিনি বলা আছে। একবার বৈকুন্ঠে লক্ষ্মীদেবীর স্বয়ম্বরের জন্য এক অভিনব স্বয়ম্বর সভার আয়োজন করা হয়। এই সভায় দেবরাজ ইন্দ্র সহ সমাস্ত দেবগণ, কিন্নরগণ, মুণিঋষিগণ আমন্ত্রিত হয়েছিলেন।দেবরাজ ইন্দ্র আমন্ত্রিত ব্যক্তিদের অভ্যর্থনার দায়িত্বে ছিলেন। ঋষি লােমশ এবং ঋষি সুব্রত একসাথে সেই সভায় এসে উপস্থিত হলে দেবরাজ ইন্দ্র দুজনকেই আহ্বান করে প্রথমে লােমশকে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করেন। লােমশ তার আগে পূজিত হচ্চেন দেখে ঋষি সুব্রতর মনে রাগ হয় এবং তিনি রাগবশেই ইন্দ্রকে অভিশাপ দিতে উদ্যত হয়েও সংযত হন। বাইরে তা প্রকাশ করলেন না। ভিতরে জমা সেই ক্রোধ ঋষি সুব্রতর দেহের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করল। গােটা দেহখানি আটটি অংশে বক্র হয়ে গেল। সকলের সামনে ক্রোধের বশে এরকম শারীরিক পরিবর্তনে। ঋষি সুব্রত অনুতপ্ত ও লজ্জিত হলেন। ওই বক্র শরীর নিয়ে সেই দিনই ঋষি সুব্রত নতুন নাম ধারণ করলেন ঋষি অষ্টাবক্র।অতঃপর ঋষি অষ্টাবক্র সেই স্বয়ম্বর সভা থেকে বেরিয়ে লােককথা অনুসারে নানা তীর্থ, মহাপীঠস্থান ও উপপীঠস্থান ঘুরে অবশেষে ঋষি অষ্টাবক্র ঘুরতে ঘুরতে বক্রেশ্বর ধামে এসে উপস্থিত হলেন। এখানে তপস্যার উপযােগী স্থান পেয়ে এখানেই মহাদেবের তপস্যা আরম্ভ করলেন।।তার তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে দেখা দিয়ে বললেন, হে অষ্টাবক্র, তােমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি। আজ থেকে এই স্থানে তােমার পূজার পরে আমার পূজা হবে। লােকসমাজে আমি তােমার নামেই। পরিচিত হব। আজ থেকে এই পীঠ সিদ্ধপীঠ নামে খ্যাত হবে। মহাদেবের বরদানের সঙ্গে সঙ্গে একটি মন্দির নির্মাণ করলেন বিশ্বকর্মা। বক্রেক্ষর সতীপীঠে দেবী এখানে মহিষমর্দিনী নামে পূজিতা হন এখানে দেবীর মন অর্থাৎ ভ্রমধ্য স্থানটি পড়েছিল। কথিত আছে রুদ্র মূর্তি ধারণ করে অশান্ত হৃদয়ে মহাদেব বিশ্ব সংসার ধ্বংস করে এই বক্রেশ্বর মহাপীঠে এসে ভৈরব কুণ্ডের জলে স্নান করে মনের অশান্তি দূর করেন। তাই চৈত্র মাসের শুক্লাষ্টমীতে এই কুণ্ডের জলে স্নান করে মহাদেবের পূজা করলে সবচেয়ে শ্রেষ্ট যজ্ঞ রাজসূয় যজ্ঞের ফললাভ হয়। জনশ্রুতি অন্যান্য কুণ্ডগুলিতে নির্দিষ্ট দিনে ও মাসে স্নান করলে স্বতন্ত্র ফল লাভ করা যায়। শিব চতুর্দশীতে এখানে পুণ্যার্থীদের ভিড় হয় খুব, মেলা বসে।

এছাড়া আপনি যদি মুর্শিদাবাদ ঘুরতে যেতে চান তাহলে নীচের লিংকে ক্লিক করে বাকী ভিডিও গুলি দেখতে পারেন।

হাজারদুয়ারী প্যালেস
   • History of Hazarduari, Murshidabad ||...  

কিরীটেশ্বরী মন্দির ও ডাহাপাড়া ধাম
   • Kiriteswari Temple,  Murshidabad,  মু...  

কাশিমবাজার ছোট রাজবাড়ী
   • Видео  

সাধকবাগ আখড়া ও দেবীপুর আখড়া
   • মস্তরামজীর অলৌকিক কান্ডকারখানা || Jia...  

ভট্টবাটীর রত্নেশ্বর শিবমন্দির
   • ইতিহাস আঁকড়ে ধরে ধ্বংসের মুখে ভট্টবাট...  

আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি
   • Видео  

কাঠগোলা বাগানবাড়ী
   • Видео  

মতিঝিল
   • কিভাবে ধ্বংস হয়েছিল ঘষেটী বেগমের মতিঝ...  

কাটরা মসজিদ
   • বাংলার প্রথম নবাব মুর্শিদকুলী খানের আ...  

জাহান কোষা কামান
   • জাহান কোষা কামান ,মুর্শিদাবাদ || Jaha...  

বাবুলবোনা রেসিডেন্সিয়াল সমাধিক্ষেত্র
   • রহস্যময় বাবুলবোনা রেসিডেন্সিয়াল সমাধ...  

নেমকহারাম দেউড়ী
   • মীরজাফরের জীবন কাহিনী || The story of...  

জগৎ শেঠের বাড়ী
   • বাংলার নবাব ও জগৎ শেঠ || জগৎ শেঠের বা...  

হীরাঝিল প্রাসাদের ধ্বংসাবশেষ
   • নবাব সিরাজ উদ্দৌলার হীরাঝিল প্রাসাদ এ...  

রোশনীবাগ, সুজাউদ্দিনের সমাধি
   • নবাব সুজাউদ্দিনের সময় কেমন ছিলেন বাংল...  

নশীপুর রাজবাড়ী
   • রাজা দেবী সিংহের কাহিনী || নশিপুর রাজ...  

ফুটি মসজিদ
   • ফুটি মসজিদ || Fauti Mosque || Murshid...  

#বক্রেশ্বর_শক্তিপীঠ_বীরভূম#bakreswar_satipith#বক্রেশ্বর_উষ্ণ_প্রস্রবণ#বক্রেশ্বর_উষ্ণ_প্রস্রবণ_কোন_জেলায়_অবস্থিত#বক্রেশ্বর_কোন_জেলায়_অবস্থিত#বক্রেশ্বর_শক্তিপীঠ#bakreswar_hot_water_spring#bakreswar_thermal_power_station#বক্রেশ্বর_ও_পাথরচাপুড়ি#Suri#সিউড়ী#hetampur#bakreswar_road#Bakreswar_Temple#lমানস_বাংলা#Manas_Bangla#52_shakti_peeth_darshan#bakreswar_sightseeing#reason_of_hot_water_in_bakreswar#সতীপীঠ_বক্রেশ্বর#বক্রেশ্বর_শক্তিপীঠ

If you have any suggestions please feel free to contact me through : [email protected]
Stay Connected with me on Social Network :
Twitter :   / manasbangla  
Facebook :   / manasbangla  
Instagram :  / manasbangla  

Комментарии

Информация по комментариям в разработке