কি আছে গভীর সমুদ্রে ? এর শেষ সীমানায় কোথায়? What's in the deep sea?

Описание к видео কি আছে গভীর সমুদ্রে ? এর শেষ সীমানায় কোথায়? What's in the deep sea?

কি আছে সমুদ্রের শেষ সীমানায় ?
সমুদ্র আপনার ধারনার চেয়েও বেশী গভীর, আপনি হয়তো অনেক উচু উচু পাহার দেখেছেন? বা অনেক উচু বিল্ডিং এ চরেছেন, উচু পাহার বা বিল্ডিং এর আনুমানিক উচ্চতা কত হতে পারে সে সম্পর্কে একটা ধারনা আপনি হয়তো সহজেই করতে পারেন। কিন্তু একটা সমুদ্র দেখে এর গভিরতা কত হতে পারে তা কি আপনি আন্দাজ করতে পারেন? উচ্চতা সম্পর্কতে হয়তো আপনার ধারনা আছে কিন্তু গভীরতা সম্পর্কে আপনার ধারনা কতটুকু? তবে জেনে রাখুন আপনার ধারনা থেকেও অনেক বেশী গভীর হয় একটি সমুদ্র। পৃথিবীতে যত পাহার-পর্বত উচু ভবন সমতল ভূমি ও দ্বীপ কুঞ্জ রয়েছে, সব গুলো দিয়ে যদি সমুদ্রকে ভরাট করার চেষ্টা করা হয় তবুও তার একভাগও সম্ভব হবে না। বরং পুরো পৃথিবী দুই মাইল পর্যন্ত সমুদ্রের গভীরে তলিয়ে যাবে, এতটাই গভীর হয় সমুদ্র । কি লুকিয়ে আছে এই অপার রহস্যে গেরা জলরাশির ভিতরে ? জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।

সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ ( mariana trench ), বারমুডা ট্রায়াঙ্গল ( barmuda triangle ) এবং বাংলাদেশে সোয়াচ অফ নো গ্রাউন্ড ( swatch of no ground ) । যেটি মারিয়ানা আইল্যান্ডের পাশে অবস্থিত। সমুদ্রের সবচেয়ে গভীরতম এই স্থান ভি আকৃতির। জায়গাটি এতোটাই গভীর যার ভেতর দিয়ে অনায়াসেই এভারেস্ট পর্বত শৃঙ্গকে প্রবেশ করানো যাবে! জায়গাটি ১ হাজার ৫০০ মিটার লম্বা এবং এর গভীরতা প্রায় ১১ হাজার মিটার। তবে গভীরতার সঠিক পরিমাপ আদেও হয়েছে কিনা সেটা নিয়ে স্বয়ং বিজ্ঞানীরাই সন্দেহ পোষণ করেছেন। একটি সমুদ্রের গভীরতা সর্বোচ্চ ১১ হাজার থেকে ১৫ হাজার মিটার পর্যন্ত হতে পারে।

সাগরের ৩০০ ফুট নিচে গেলে দেখা যাবে নীল তিমি। সাগরের ৭০০ ফুট নিচে সাবমেরিনগুলো চলাচল করে। বিশ্বে সর্বপ্রথম ৭০০ ফুট নিচে সাবমেরিন স্থাপন করে যুক্তরাষ্ট্র। সাগরের ৮৩১ ফুট নিচে এতো বেশি চাপ থাকে, যা মানুষের ফুসফুস চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারে। ৮৩১ ফুট নিচে যদি কেউ যেতে চায় তাহলে তাকে এমন কোনো পদ্ধতি আবিস্কার করতে হবে যাতে করে সে এই গভীরতায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। নীল তিমি তার খাবার সংগ্রহ অর্জনে ৬০০ মিটার পর্যন্ত গভীরে চলে যায়। বিজ্ঞানীরা বলেছেন, সমুদ্রের ২ হাজার ৪০০ ফুট নিচে যে সাবমেরিনগুলো রয়েছে সেগুলোর গঠনগত ক্ষতি হতে পারে যদি আরো বেশি নিচে সেগুলো নামানো হয়।


#Deep #Sea

Комментарии

Информация по комментариям в разработке