Live SEO Client Meeting | JOB পাওয়ার জন্য ক্লায়েন্টকে প্রিভিয়াস রিপোর্ট-পোর্টফলিও শো করার টেকনিক

Описание к видео Live SEO Client Meeting | JOB পাওয়ার জন্য ক্লায়েন্টকে প্রিভিয়াস রিপোর্ট-পোর্টফলিও শো করার টেকনিক

Live SEO Client Meeting | JOB পাওয়ার জন্য ক্লায়েন্টকে প্রিভিয়াস রিপোর্ট-পোর্টফলিও শো করার টেকনিক

এসইও কাজের একটা মজার দিক হল ক্লায়েন্ট এই ব্যাপারে যা-ই জানুক বা না জানুক কেন- আপনার এপেয়ারেন্সে সে একবার ইমপ্রেস হয়ে গেলে এরপর সে আপনার উপরই রিলাই করবে। আর সেটার জন্য আপনার থাকা লাগবে কিছু প্রিভিয়াস ওয়ার্ক রিপোর্ট এন্ড পোর্টফলিও।

ক্লায়েন্টকে একবার ভিডিও মিটিং এ আনতে পারলে সেই কাজ আপনার পাওয়ার চান্স ৭০% বেড়ে যাবে ইনশাআল্লাহ্‌।

Disclaimer 01: ক্লায়েন্ট মিটিং এর সময় মাথায় একটা চাপ থাকে। যেখানে অনেক দিক থেকে অনেক প্যারামিটার একসাথে করে ক্লায়েন্টকে বুঝানোর জন্য প্যারাটা নিতে হয়। আমি ট্রাফিক আর রেভিনিউ নিয়ে মিটিং এর 28 minutes 50 seconds এ যেই কথাটা বলেছি, লিটারেলি এত কম ট্রাফিকে এরকম রেভিনিউ আমি জীবনেও দেখি নাই এবং এটা সাধারণত হয়ও না। জাস্ট অ্যাড দিয়ে আরনিং এর ব্যাপারটাকে ক্লায়েন্টের মেক সেন্স করার জন্য বলেছি। ওই মুহূর্তে অ্যাডসেন্স বুঝানোর জন্য আমার হাতের কাছে আর কোন এক্সামপল ছিল না। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল।

Disclaimer 02: backbayfit যেই ওয়েবসাইটটা ক্লায়েন্টের সাথে মিটিং এর সময় দেখানো হয়েছে, সেটা আমার একজন লার্নারের প্রজেক্ট ছিল। একটি এসইও এজেন্সিতে থাকার সময় উনি এই প্রজেক্টে ছিলেন। এই প্রজেক্ট চলমান অবস্থায় আমি তাকে assist করেছিলাম। এই প্রজেক্টটিতে আমার সরাসরি কোন কন্ট্রিবিউশন নেই এবং বর্তমানে এই প্রজেক্টটি আমার লার্নারের তত্ত্বাবধানে নেই। অন্য কেউ করছেন।

This content is for educational purposes only

Комментарии

Информация по комментариям в разработке