#Zongi_Sontrash_Birodhi_Waz_D_Ashraf_Siddique #হক্বের_দাওয়াত_সিদ্দিকীয়া_দরবার #ড_আশরাফ_আলীমুল্লহ্_সিদ্দিকী
জু’মার বয়ানের নাম ও তারিখঃ ২০২০.০৫.২২ ফুরফুরা দরবার শরীফ, বগুড়া হক্বের দা’ওয়াত সিদ্দীক্বীয়া, নূরীয়া, সিংগারগাড়ী, আহ্মদাবাদ, পিয়ার ডাংঙ্গা-মেদিনী পূর, জৈনপুর, শার্ষিনা, সোনাকান্দা, ফুলতলী, ঠনঠনিয়া এবং রাজারবাগ দরবার শরীফের- কুরআন, সুন্নাহ্, ইজমা ও ক্বিয়াস সম্মত আমল-আক্বীদার বিরোধীতাকারী বাতিলদের প্রতি তওবা ও ১০০কোটি টাকার চ্যালেঞ্জ।
💥💥💥 কমেন্ট করতে সাবধান 💥💥💥
আমাদের সকল বয়ান ও লেখনী পড়ে বুঝবেন তার পর কমেন্ট লিখবেন। যেহেতু আলহাজ¦ ড. মুফতি মুহাম্মদ আশরাফ আলীমুল্লহ্ সিদ্দিকী যুক্তি তর্কের উর্ধে কুরআন সুন্নাহর দলীল সাপেক্ষে কথা বলে থাকেন সেহেতু যুক্তি-তর্ক দিয়ে যদি কুরআন-সুন্নাহর দলীল খন্ডন করতে চায় তাহলে অসংখ্য ছহীহ্ হাদিস ও কুরআন শরীফের সূরা যেমন সূরা আহযাব ৩৬ ও সূরা নিসার ৬৫ আয়াতের ভিত্তিতে সে কাফের সাব্বস্ত হবে। তাতে আমাদের কোন দায় নেই। আমাদের ওয়াজ ও জু’মার বায়ান সমুহ কুরআন, সুন্নাহ, ইজমা ও ক্বিয়সের ভিত্তিতে- হুজুর পাক ছল্লাল্লহু আলাইহি ওয়া ছাল্লাম উনার ও সাহাবায়ে কেরাম রদিআল্লাহু তা’য়ালা আনহুম উনাদের মতের সাথে মিল রেখে (বাতিল বাহাত্তর ফিরকা সাথে মিল না রেখে) এবং জঙ্গি-সন্ত্রাসিপনা মুক্ত, সাহাবায়ে কেরামদের থেকে অলী আওলীয়াদের মধ্য দিয়ে আসা সঠিক সত্য ইসলামের প্রচার ও মানুষের মধ্যে পৌছে দিয়ে জিহাদ ও বায়াত ভিত্তিক খেলাফত কায়েমের আপ্রাণ প্রচেষ্টা করা।
💥💥💥 "হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার মসজিদে কু'বার মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য।"💥💥💥
"মুসলিম সমাজকে সকল সন্ত্রাস-জঙ্গীপনা হতে মুক্ত করে দেশ, জাতি ও ইসলামের ক্ষতিমুক্ত- উপকারী খেলাফত কায়েমের সঠিক ইসলামী দিক নির্দেশনা দান করার উদ্দেশ্যে সকল নবী প্রেমিক মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।"
কুরআন-সুন্নাহর খেলাফত নীতি বাদ দিয়ে অমুসলিমদের তৈরি করা দেশ ও জাতির ক্ষতিকারী হরতাল-লংমার্চকে ঈমানী দায়িত্ব নামে অপপ্রচারকারী ও জঙ্গীবাদী- সন্ত্রাসীরা দেশ, জাতি ও ইসলামের শত্রু, এদের প্রতিহতের আপ্রাণ প্রচেষ্টা করা ও তাদের মুখোশ খুলে দেয়া প্রত্যেক মুসলিমের ঈমানী দায়িত্ব।
সত্যের সন্ধান দিয়ে মহিলা-পুরুষকে সুন্নতী পর্দা ভিত্তিক হক্ব ফুরফুরা সিলসিলার সঠিক ব্যাখ্যা মোতাবেক নবীজি ﷺ এবং মহান আল্লাহ্ পাক উনার সন্তষ্টির পথে পরিচালিত করে ঈমান, নামাজ, রোযা, হজ্ব, যাকাত ও পর্দাসহ সত্যিকারের ইসলামে গ্রহন যোগ্য হানাফী মাযহাব ভিত্তিক ও হক্ব সুন্নতী তরিক্বত ভিত্তিক সকল সঠিক আমল আক্বিদা শিক্ষা দিয়ে সকল আপনজন, নিজে এবং অন্যকে দুনিয়া ও আখেরাতে উপকার সাধনের সঠিক দিক নির্দেশনা দান করা। আর এই সুন্নতি দরবারের মূল উদ্দেশ্য ও লক্ষ হচ্ছে ধর্মের লেবেলে কোনো জঙ্গিপনা, সন্ত্রাসীপনা করা যাবেনা। দেশ, জাতী ও ইসলামের সামান্যতমও ক্ষতি বা ফেৎনা ফাছাদ সৃষ্টি হয় এমন কোন কাজ এই দরবারের সাথে সম্পৃক্ত ড. আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকি উনার কোন মুরিদ বা অনুসারি যুক্ত হতে পারবে না। এরকম কোন কাজের অথবা কোন জঙ্গি সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্তির কোন প্রমান উনার কোন মুরিদের কার্যক্রমে পাওয়া গেলে প্রমানিত হবে যে সে কোন বাতিল ফেরকার পক্ষ থেকে এ দরবারের ভাব মূর্তি নষ্টের কুমতলবে মুরিদ সেজেছে এবং সাথে সাথে তাকে অত্র দরবারের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হবে। আমাদের লক্ষ্য আমরা কুরআন, সুন্নাহ্ ইজমা, ক্বিয়াস- ভিত্তিতে সত্যিকারের ইসলাম নিজেরা মানবো অন্যকে দা'ওয়াতের মাধ্যমে মানানোর চেষ্টা করব। দেশ, জাতী ও ইসলামের উপকার করার চেষ্টা করব। কারো কোন ক্ষতি করব না। আমরা সুদ-ঘুষ, জেনা, চুরি-ডাকাতি-খুন, জঙ্গীপনা, হরতাল, লংমার্চ, প্রানীর ছবি, ভিডিও, টিভি, গান-বাজনা, শরীয়ত বিরোধী খেলাধুলা, মদ, জুয়া, গাজা, হিরোইন, ইয়াবা, বিড়ি-সিগারেট, গুলসহ ইসলামী শরীয়তের সকল হারাম কাজ ছেড়ে দেব ও দলীয় স্বার্থের নেশায় লোভ, হিংসা, অংকার ও মিথ্যা আশ্রয় না নিয়ে আমরা সকলেই আজীবন খোলাফায়ে রাশেদার সন্নতী নিয়মে দা'ওয়াত ভিত্তিক সুন্নতী খেলাফত কায়েম করা এবং আল্লাহ্র খালিছ অলী হওয়ার আপ্রাণ প্রচেষ্টা আজীবন চালিয়েই যাব। ইনশা-আল্লাহ্।
💥💥💥 সচেতন থাকুন-প্রতারিত হওয়া থেকে দুরে থাকুন 💥💥💥
জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী হক্ব পীর সাহেব আলহাজ¦ ড. মুফতি মুহাম্মদ আশরাফ আলীমুল্লহ্ সিদ্দিকী উনার কোন ফেইসবুক একাউন্ট নেই এবং আমাদের চারটি Youtube Chanel (My tune Chanel ,Siddikiya, Zongi Sontrash Birodhi Waz D. Ashraf Siddique Bogra And Sunni Waz Bogra ব্যাতীত অন্য কোন চ্যানেল নেই) এর উদ্দেশ্য হল- কোন প্রকার এক পয়সা অর্থ ব্যবসায়ের উপায়ে না রেখে, হারাম প্রাণীর ছবি থেকে মুক্ত রেখে এক মাত্র আল্লাহ্ পাক ও উনার রাসুল ছল্লাল্লহু আলাইহি ওয়া ছাল্লাম উনাদের সন্তুষ্টির উপরে ইস্তেকামত থেকে সত্য সঠিক (বাতিল বাহাত্তর ফিরকা মুক্ত) ইসলাম মানুষের মধ্যে প্রচার ও জানিয়ে দেওয়া। এই সুযোগে, কিছু অসাধু লোক উনার নামে ফেইসবুক একাউন্ট খুলে মানুষকে মিথ্যা বলা, টাকা হাতিয়ে নেয়া ও ঈমান নষ্ট কারী ফতয়া দেয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করেই চলেছে এবং আরও কিছু অসাধু লোক যারা আমাদের কথাকে বিকৃত করে ওডিও কাট করে তাদের মতো করে উপস্থাপন করেই চলেছে যাতে করে শুধু তারা তাদের নিজেদের বাতিল কার্য্য কালাপ সাধারণ মানুষকে বুঝতে না দিয়ে তাদের বানানো হারাম-হালাল মিশ্রিত ইসলামকে, ইহুদী নাছারাদের দালাল-ওহাবীদের তৈরী বাতিল দলকে সত্যের কাছে তলিয়ে যাওয়া থেকে টিকিয়ে রাখতে গিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী হক্ব পীর সাহেব আলহাজ¦ ড. মুফতি মুহাম্মদ আশরাফ আলীমুল্লহ্ সিদ্দিকী উনার বিরোধীতা করেই চলেছে... আর করতেই থাকবে।এই সমস্ত মিথ্যাবাদী-মুনাফিকদের কাছে থেকে হারাম-হালাল মিশ্রিত বাতিল ইসলাম নেয়া থেকে বিরত এবং প্রতারিত হওয়া থেকে দুরে থাকুন। আর তাই অডিওটির সম্পূর্ন অংশ ডাউনলোড বা শেয়ার করতে পারবেন। কিন্তু অডিও এর কোন অংশ কাট করে ভুল প্রচার করা সম্পূর্ন নিষিদ্ধ ও দন্ডনীয়।
Информация по комментариям в разработке