আলহামদুলিল্লাহ, থাইল্যান্ড কম্বোডিয়া,ভিয়েতনাম ও লাউস টুরে অংশ নেওয়ার সিদ্ধান্তের জন্য আপনাকে অভিনন্দন।
চার দেশের এই বিজনেস টুরটি সর্বমোট ১২ দিন।
এই ট্যুর শুরু হবে ১০ ডিসেম্বর২০২৪
প্রথম দিন : থাইল্যান্ডে পৌঁছা ও কিভাবে ভ্রমণ খরচ তোলা যায় এ বিষয়ে গাইডলাইন, হোটেলের আশেপাশের দর্শনীয় স্থান এবং পাইকারি মার্কেট সমূহ ভিজিট ও বিশ্রাম
দ্বিতীয় দিন :থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার ভিসা নেওয়া, ব্যাংককের চায়না মার্কেট,এমবিকে ও প্রাতুনাম ভিজিট, থাইল্যান্ডে কিভাবে কোম্পানি খুলে ব্যবসা করা যায় এ বিষয়ে গাইডলাইন ও কম্বোডিয়ার উদ্দেশ্যে যাত্রা করা
তৃতীয় দিন : কম্বোডিয়া থেকে লাউসের ভিসার আবেদন করা ও স্থানীয় বাজারসমূহ পর্যবেক্ষণ
চতুর্থ দিন : কম্বোডিয়ার পাইকারি বাজার সমুহ ঘুরে বেড়ানো, বাংলাদেশিরা কিভাবে কম্বোডিয়ার সাথে এক্সপোর্ট ইমপোর্ট করতে পারে তা পর্যালোচনা
পঞ্চম দিন : কম্বোডিয়ায় কিভাবে কোম্পানি খুলে ব্যবসা করা যায় এগুলো দেখা এবং দর্শনীয় স্থানসমূহ ঘুরে বেড়ানো
ষষ্ঠ দিন : কম্বোডিয়া থেকে লাওস ও লাওসের ব্যবসায়িক ও দর্শনীয় স্থানসমূহ ঘুরে বেড়ানো এবং লাউসে কিভাবে কোম্পানি খুলে ব্যবসা করা যায় দেখা
সপ্তম দিন :কম্বোডিয়া থেকে ভিয়েতনাম গমন, ভিয়েতনামে কিভাবে কোম্পানি খুলে ব্যবসা করা যায়, ভিয়েতনামে বাংলাদেশীদের ব্যবসার সম্ভাবনা খতিয়ে দেখা ও ভিয়েতনামের পাইকারি বাজার, দর্শনীয় স্থান এবং ব্যবসার সুযোগ সুবিধা দেখা
অষ্টম দিন :ভিয়েতনামে অবস্থান ব্যক্তিগত উদ্যোগে রিভার ক্রুজ,হাজলংবে সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ।
নবম দিন : ভিয়েতনাম থেকে লাউস যাত্রা। লাউসপচে হোটেল বুঝে নাও
দশম দিন: লাউস থেকে থাইল্যান্ড পৌঁছা ও হোটেলে বিশ্রাম নেওয়া
একাদশ দিন : থাইল্যান্ডের বিভিন্ন ট্যুর প্যাকেজে অংশ নেওয়া ও ব্যক্তিগত কেনাকাটা করা
দ্বাদশ দিন: কেনাকাটা কমপ্লিট করে, লাগেজ গুছিয়ে থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করা
আনুমানিক খরচ : সকল খরচ আপনি নিজেই করবেন এবং আপনার টাকা আপনার কাছেই থাকবে। তারপরও অনুমান ভিসা ব্যতীত এক লক্ষ হাজার টাকার মত খরচ হবে। টুরে অংশ নেয়া প্রত্যেকের কাছে কমপক্ষে এক থেকে চার হাজার ডলার Show মানি বা ক্যাশ থাকতে হবে।
বিশেষভাবে লক্ষণীয় :ইনশাল্লাহ আমরা শুধু থাইল্যান্ডের ভিসা ও ভিয়েতনামের অনলাইন ভিসা অ্যাপ্রোভাল নিয়ে যাত্রা শুরু করব। আমরা থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার ভিসা লাগাবো যা এক দিনে সম্ভব, কম্বোডিয়া থেকে লাউসের ভিসা লাগাবো -যা দুই থেকে তিন দিন লাগবে, ভিয়েতনাম এয়ারপোর্টে পৌঁছে ভিয়েতনামের স্টিকার ভিসা লাগাবো এবং সর্বশেষ থাইল্যান্ড হয়ে দেশে ফিরব। স্যার আপনাদের সাথে থাইল্যান্ড যাবেন, সেখান থেকে সবকিছু গুছিয়ে দিয়ে দেশে চলে আসবেন।
উপরোক্ত সকল বিষয় পড়ে আপনার কাছে সন্তোষজনক মনে হলে, আপনি এই পরিমাণ অর্থ খরচে সক্ষম হলে - আপনি চার দেশের বার দিনের ট্যুরের রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। এজন্য শুধু আমাদের সার্ভিস চার্জ 10,000 টাকা প্রদান করতে হবে। এই সার্ভিস চার্জ এই চারটি দেশের যেকোনো একটি দেশে আমাদের সাথে গেলেও প্রযোজ্য হবে। কোন কারনে আমাদের সাথে না গেলেও অফেরতযোগ্য। সেই সাথে আপনার সকল খরচ আপনাকেই বহন করতে হবে। যা আনুমানিক ১ লক্ষ ৫০হাজার টাকার মত হবে।
NB. সব সময় মনে রাখতে হবে, বিদেশের কোন পরিস্থিতি, আইন-কানুন বা ভিসার উপর আমাদের কোন হাত নাই এবং বিভিন্ন দেশের সরকার যেকোন সময় এগুলো পরিবর্তন করে থাকে তাই উপস্থিত পরিস্থিতির উপরে ট্যুর প্লান পরিবর্তিত হতে পারে। তাছাড়া প্রত্যেকের ইমিগ্রেশন আলাদা আলাদা ভাবে নিজ নিজ দায়িত্বে করতে হবে। ইমিগ্রেশন বা ভিসা প্যাকেজ এর অন্তর্ভুক্ত নয়।
#অফিস #Office_Huzaifa
হুজাইফা এন্টারপ্রাইজ
43 হাটখোলা রোড, টিকাটুলি,
চৌধুরী শপিং মল, লেভেল-4,
রাজধানী সুপার মার্কেট এর পাশের বিল্ডিং, ঢাকা 1203।
+8801407028129
Huzaifa Enterprize
43, Hatkhola Road, Tikatuli,Chowdhury Shopping Mall, Level-4, Dhaka -1203
What's App + Mobile : +8801407028129
Web: huzaifaenterprize.com
• Видео
/ huzaifaenterprize
#Huzaifa_Videos: / @hebd24
আল্লাহ আপনার মঙ্গল করুন ও সুখ সমৃদ্ধি দান করুন, আমিন। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে।
আমরা ট্রেড লাইসেন্স ট্রেডমার্ক ও কোম্পানি ফর্মেশন সংক্রান্ত সকল ধরনের সেবা , লাইসেন্সিং হেল্প, বিজনেস ভ্রমণ, বিদেশে কোম্পানি স্থাপন,ভিসা সহায়তা আমদানি সহায়তা, রপ্তানি সহায়তা, ব্যবসায়িক ভ্রমণ ও বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনের জন্য উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি।
/ @hebd24
ইনশাআল্লাহ, আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব যাতে আমরা সহজে সফলকাম হতে পারি, আমিন।
Информация по комментариям в разработке