শীত এসে গেছে, শীতের একটা গান না হলে চলে? কেমন লাগলো, জানাও আমায়!
[লিরিক্স/Lyrics]
:::শীতের কবিতা::: আর্য ট্যাবস ( ©️AryaTabs @AT&Ai )
আজ শীতে কাঁপছে শহর, কাঁপছে গাঁয়ের মাঠ,
কুয়াশার চাদর গায়ে, বন্ধ নদীর ঘাট।
উনুনের আগুন খোঁজে উত্তাপের ছোঁয়া,
পৌষের এই রাতে মন, কেমন এ ধোঁয়া?
ভোরের সূর্য লুকোচুরি, শিশির মাখা ঘাসে,
খেজুর রসের হাঁড়ি সাজে, মিষ্টি গন্ধ ভাসে।
পাতার ফাঁকে মিঠে রোদটা, সোনার মতো হাসে,
নলেন গুড়ের পিঠে পায়েস, নিমেষে খাই গোগ্রাসে।
শীতের সকাল ভোর বেলায়,
গড়িমসি তে বেলা বেরে যায়।
লেপ-কাঁথার ওম ছেড়ে কী হায়,
উঠতে কী কেউ একদমই চায়?
আলস্য সব জমা হয়, ব্যস্ত জীবনের ফাকে,
তবু সব ছেড়ে ছুঁড়ে, ফিরতে হয়, নিত্য কাজের ডাকে।
ধূসর আকাশ বিষণ্ণ আজ,
হিমেল হাওয়ায় ভাভি ছেড়ে ছুঁড়ে কাজ;
ছোট বেলার মতন উন্মুক্ত হয়ে,
শীতের বুড়ি গল্প বলুক, আর আমরা শুনি সব চুপটি করে রয়ে।
সন্ধ্যে নামার আগেই ঘরে, দরজাগুলো করে বন্ধ,
হিমেল হাওয়ার দীর্ঘশ্বাসে, লাগে এক অনন্য ছন্দ।
পথের ধারে দাঁড়ানো ঐ, জীর্ণ শীর্ণ দেহ,
একটুখানি উষ্ণতার তরে, চেয়ে আছে দেখো কেহ।
বিত্তশালী নরমে গরমে, আরামে কাটায় রাত,
শীতের দাপট বুঝবে কেমন, পায়না যারা আঘাত।
সমাজ জুড়ে বৈষম্যের, ছবিটা নেহাৎ স্পষ্ট,
প্রকৃতির এই শীতল রূপের মাঝে, অনেকে পায় যে কষ্ট।
শীত যে কেবল আরাম নয়, কারো কাছে অভিশাপ,
জ্বলছে যে ভাই গোপনে কত, অসহায় অনুতাপ।
গরীবের ওই পুরান চাদর, পারেনি ঢাকতে শীত,
তবুও বাঁচার জন্য একভাবে কুঁকড়ে শুয়ে, হয়নাকো চিৎ।
এ কেমন শীতের মায়া, মনকে জড়িয়ে রাখে,
কষ্টেও সুখের কোমল পরশ, স্মৃতিরা ফিরে ডাকে।
রুক্ষ দিনের শেষেও দেখি, স্বপ্ন আছে বাকি,
আগুন জ্বেলে উষ্ণ হতে, সবাই তৈরি থাকি।
আজ শীতে কাঁপছে শহর, কাঁপছে গাঁয়ের মাঠ...
শীত কালের এই শীতল ছোঁয়ায় আমরা কুপোকাত।
A song in my mother tongue in appreciation for Winter.
Информация по комментариям в разработке