কোরবানির গোস্তের কারণে ব্লাড প্রেসার বেড়ে গেলে করণীয়। Blood pressure | Dr. Nabil

Описание к видео কোরবানির গোস্তের কারণে ব্লাড প্রেসার বেড়ে গেলে করণীয়। Blood pressure | Dr. Nabil

কোরবানির গোস্ত বেশি খেয়ে ফেলার কারণে, ব্লাড প্রেসার বেড়ে গেলে, সেটা নিয়ন্ত্রণের কৌশল।
By Dr. Nabil(34th BCS).

ঈদুল আজহা সমাগত, যার অপর নাম কোরবানির ঈদ। ঈদ হলো আনন্দের দিন, যার অন্যতম অনুষঙ্গ হলো খাবার। আর কোরবানির ঈদের অন্যান্য খাবারের সঙ্গে মূল আয়োজন হলো বিভিন্ন রকমের গোশত খাওয়া; যেমন- গরু, খাসি, মহিষ, এমনকি উটের গোশতও। গোশত তো অবশ্যই খাবেন, কিন্তু খাবারের বিষয়ে চাই পরিমিত জ্ঞান ও সংযম পালন ও স্বাস্থ্য সচেতনতা। মনে রাখতে হবে, দু-একদিন বেশি গোশত খেতে যদিও বাধা নেই, তবুও খাবেন রয়ে সয়ে। সমস্যা হলো যারা অনেক দিন ধরে বিভিন্ন রোগে ভোগেন, যেমন- যাদের পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগ, কিডনি বা লিভারের রোগ আছে কিংবা এসব রোগের প্রাথমিক লক্ষণ আছে। ঈদকে উপলক্ষ করে সবার বাসায় নানা ধরনের মুখরোচক খাবারের আয়োজন করা হয়। নিজের বাসায় তো বটেই, আত্মীয়, বন্ধুবান্ধবের বাসায় ঘুরে ঘুরে প্রায় সারা দিনই টুটিটাকি এটা-সেটা ইচ্ছা বা অনিচ্ছায় খাওয়া হয়েই থাকে। আমাদের একটু নজর দেওয়া দরকার আমরা কী খাচ্ছি, কতটুকু খাচ্ছি, শরীরে বিভিন্ন খাবারের কি প্রতিক্রিয়া হতে পারে তার ওপর।


#bloodpressure #qurban #কোরবান #গরুরমাংস

Комментарии

Информация по комментариям в разработке