ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে
রাধে তোমায় বারে বারে
করছি যে মানা,
রাধে তোমায় বারে বারে
করছি যে মানা
যমুনাতে জল আনিতে
একলা যেও না ;
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
কৃষ্ণে ভালোবেসে তোমার
হল যে বদনাম
কৃষ্ণে ভালোবেসে তোমার
হল যে বদনাম
ভালোবাসার জন্য পেলে
কলঙ্কিনী নাম,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
যার বাঁশিতে যমুনার জল
উজান বয়ে যায়,
যার বাঁশিতে যমুনার জল
উজান বয়ে যায়,
ডাকলে বাঁশি রাধা রাধা
ঘরে থাকা দায়,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
কালার বাঁশি তোমার হাসি
কাইড়া ফেরে হায়,
কালার বাঁশি তোমার হাসি
কাইড়া ফেরে হায়,
আনমনা মন উতলা হয়
গেলে যমুনায়,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
ইচ্ছে কোরে কাঁদিয়ে তোমায়
করে যে ছারখার,
ইচ্ছে কোরে কাঁদিয়ে তোমায়
করে যে ছারখার,
তোমার মত কে বলে আর কৃষ্ণ আমার,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
কৃষ্ণ ধনে ধনী তুমি
তিনি তোমার প্রান,
কৃষ্ণ ধনে ধনী তুমি
তিনি তোমার প্রান,
তাইতো নগর বাঁশি গায় তোমার জয়গান
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
তোমার পথের পথিক পদ্মা
জয়দেব মীরাবাঈ,
তোমার পথের পথিক পদ্মা
জয়দেব মীরাবাঈ,
রজকিনী চন্ডীদাস আর গৌরাঙ্গ গোঁসাই,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
রাধার মত কৃষ্ণ ধনে
ধনী যদি হও,
রাধার মত কৃষ্ণ ধনে
ধনী যদি হও,
জনম তোমার হবে ধন্য
কৃষ্ণেন্দু তাই কয়,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
রাধে রাধে বলো রাধে রাধে
রাধে রাধে রাধে বলো রাধে রাধে রাধে
রাধে রাধে রাধে বলো রাধে রাধে রাধে।
#ওরাধেওরাধে
#রাধেতোমায়বারেবারেকরিযেমানা
#oradhemoumitamondal
•Song ► O radhe
• Cover Singer ► Moumita Mondal
•Contact No Booking Show - 9933828223 // 9775028222
Record,edit and upload by : Baul Kunjo (SUVO)*
7001519176
#Baul_Kunjo
#রাধে_তোমায়_বারে_বারে_করি_যে_মানা
#রাধে_তোমায়_বারে_বারে_করি_যে_মানা_মৌমিতা_মন্ডল
#ও_রাধে
#ও_রাধে_মৌমিতা_মন্ডল
#radhe_tomai_bare_bare_kori_je_mana
#radhe_tomai_bare_bare_kori_je_mana_moumita_mondal
#o_radhe_moumita_mondal
#মৌমিতা_মন্ডল_বাউল
#moumita_mondol_baul_gan
#moumita_mondal_folk_song
#moumita_mondal_new_song
If there is any mistake, please forgive me. , for correction of any mistake, contact - [email protected]
mob- 7001519176
** আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করুন আর ভিডিওটি সম্পর্কে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সএ জানাবেন । এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না | ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য |।
Информация по комментариям в разработке