নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে ।
নমস্তে জগদ্বন্দাপাদারবিন্দে নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে ।।
-----------------------------------------------------------------------------------------
তাসের দেশ শিল্পচর্চা কেন্দ্র পরিবেশিত
অপুর পাঁচালি প্রযোজিত
মহিষাসুরমর্দিনী
মহামায়ার রূপে মহালয়া।
ভাবনা ও পরিচালনায়- অনিতা দত্ত।
সহ পরিচালনায়- সুস্মিতা দত্ত।
-------------------------------------------------------------
ক্যামেরা - দেব ফটোগ্রাফি
ডিওপি - বিশ্বজিৎ দেব
ভিএফক্স এবং এডিট - প্রশান্ত মুড়ি
সহয়তা - রাহুল হালদার
-----------------------------------------------------
কৃতজ্ঞতা স্বীকার
উখরা দেবত্তর এস্টেট
শ্রী বিশাল লাল সিং হান্ডা
উখরা মহন্ত অস্থল
-------------------------------------------
চরিত্রায়ন
মহামায়া- পূরবী মুখার্জি।
পার্বতী- বর্ষা নায়ক।
ব্রহ্মচারিনি ও চন্দ্রঘন্টা- সুস্মিতা গড়াই।
কুষ্মান্ডা- স্নেহা মুখার্জি।
স্কন্দমাতা- স্মৃতি দাস।
কাত্যায়নি- স্নেহা মন্ডল।
কালরাত্রি- মনোশ্রীতা রায়।
মহাগৌরী- তিথি ঘোষ।
সিদ্ধিদাত্রী- শিপ্রা বল।
সতী, পার্বতী ও কাত্যায়নি শিশুরুপ- আখ্যা চ্যাটার্জী।
কার্তিক- রূপসা নায়ক।
মহেশ্বর- অর্ণব চ্যাটার্জী।
বিষ্ণু- স্বর্ণেন্দু বর্মন।
ব্রহ্মা- শোভন অধিকারী।
তারকাসুর, দুর্গমাসুর, রক্তবিজ- রোহিত বল।
মহিষাসুর- পূরবী মুখার্জি।
প্রসূতী ও মেনকা- সোমা দত্ত।
সতী ও মহিষাসুরমর্দিনী- অনিতা দত্ত।
-----------------------------------------------------------------------------------------
নৃত্যে -
অন্বেষা দাস, তনুশ্রী ব্যানার্জী, অঙ্কনা মুখার্জি, মেঘা সূত্রধর, তনুশ্রী বাউরি, অনিন্দিতা ব্যানার্জী, তিয়াশা রায়, পূর্বা ব্যানার্জী, অহনা গড়াই, দেবস্মিতা রবিদাস, সহেলি ব্যানার্জী, সুপ্রিয়া বাউরি, সোনালী গড়াই, সারদা বেজ, ইতু গোপ।
শরন্যা মুখার্জি, রূপসা নায়ক, আখ্যা চ্যাটার্জী, ঈষিতা দত্ত, সুস্মিতা মানি, পৌলমি নন্দী, রুমা দাঁ, মোনালি পাল, পারভি খান, দীপালি ভান্ডারী।
বর্ষা নায়ক, পূরবী মুখার্জি, শিপ্রা বল, স্নেহা মন্ডল, স্নেহা মুখার্জি, তিথি ঘোষ, মনোশ্রীতা রায়, সুস্মিতা গড়াই, স্মৃতি দাস, বৈশাখী সাহা, সুমনা বিস্বাস।
-----------------------------------------------------------------------------------------
রূপসজ্জা- অরুণ গড়াই।
কেশসজ্জা- মামনি রায়।
সহযোগিতায়- সুস্মিতা দত্ত, শোভন কৃষ্ণ দত্ত, রোহিত বল।
-----------------------------------------------------------------------------------------
অনিতা দত্ত
Facebook - / anita.dutta.1848
তাসের দেশ শিল্পচর্চা কেন্দ্র
Facebook - / taser.desh.1
#মহিষাসুরমর্দিনী #Mahisasurmardini #MahamayarRupeMahalaya
Информация по комментариям в разработке