সূরা আল-মায়েদাহ (سورة المائدة) কুরআনের পঞ্চম সূরা, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং মোট ১২০টি আয়াত রয়েছে। সূরাটিতে বিশেষভাবে আইন, চুক্তি, পবিত্রতা, খাদ্য ও পানীয়ের বিধান, এবং পূর্ববর্তী নবীদের কথা তুলে ধরা হয়েছে। নিচে সূরা আল-মায়েদাহ'র কিছু আয়াতের বাংলা অনুবাদসহ তেলাওয়াত উপস্থাপন করা হলো:
সূরা আল-মায়েদাহ থেকে আয়াত ১-৫
*بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ*
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
1. *يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ ۚ أُحِلَّتْ لَكُمْ بَهِيمَةُ الْأَنْعَامِ إِلَّا مَا يُتْلَىٰ عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّي الصَّيْدِ وَأَنْتُمْ حُرُمٌ ۗ إِنَّ اللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ*
হে মুমিনগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ করো। তোমাদের জন্য চারণভূমির জন্তু হালাল করা হয়েছে, তবে যেগুলোর বিষয়ে তোমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা নয়। আর ইহরাম অবস্থায় শিকার করা তোমাদের জন্য বৈধ নয়। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা করেন, তা-ই বিধান করেন।
2. *يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحِلُّوا شَعَائِرَ اللَّهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْيَ وَلَا الْقَلَائِدَ وَلَا آمِّينَ الْبَيْتَ الْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًا مِنْ رَبِّهِمْ وَرِضْوَانًا ۚ وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا ۚ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ أَنْ صَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ أَنْ تَعْتَدُوا ۘ وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ*
হে মুমিনগণ! তোমরা আল্লাহর নিদর্শনসমূহকে অপবিত্র করো না, না হারাম মাসকে, না কোরবানির পশুকে, না গলায় পট্টিবাঁধা পশুকে এবং না সম্মানিত ঘরের দিকে যাত্রাকারীদেরকে, যারা তাদের রবের অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে। আর যখন তোমরা ইহরামমুক্ত হবে, তখন শিকার করতে পারো। কিন্তু কোনো সম্প্রদায়ের প্রতি তোমাদের বিদ্বেষ যেন তোমাদেরকে সীমালঙ্ঘনে প্ররোচিত না করে, কারণ তারা তোমাদের মসজিদুল হারাম থেকে বাধা দিয়েছিল। তোমরা ন্যায় এবং তাকওয়ায় পরস্পর সহযোগিতা করো, আর পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা।
3. *حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَنْ تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ ۗ الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِنْ دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ۚ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِإِثْمٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ*
তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস, এবং যা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে। এবং যে প্রাণী শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে, যেটি আঘাতে মারা গেছে, যেটি উচ্চ স্থান থেকে পড়ে মারা গেছে, যেটি শিংয়ের আঘাতে মারা গেছে, এবং যেটি কোনো শ্বাপদ দ্বারা ভক্ষণ করা হয়েছে, তবে যা তোমরা যথাযথভাবে জবাই করেছ, তা বৈধ। আর যা উৎসর্গ করা হয়েছে মূর্তির সামনে এবং যা ভাগ্য নির্ধারণকারী তীর দ্বারা ভাগ করা হয়েছে, তা হারাম। এগুলো সবই পাপাচার। আজ কাফিররা তোমাদের দ্বীন থেকে নিরাশ হয়ে গেছে, সুতরাং তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করেছি এবং তোমাদের উপর আমার অনুগ্রহ পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করেছি। তবে কেউ যদি অনাহারে থাকে এবং পাপের প্রতি ঝোঁক না থাকে, তবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
4. *يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ ۖ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ ۖ وَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللَّهُ فَكُلُوا مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ*
তারা তোমার কাছে জিজ্ঞেস করে, তাদের জন্য কী হালাল করা হয়েছে। বলো, তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করা হয়েছে, এবং সেই শিকারী পশুদের শিকারও বৈধ, যেগুলোকে তোমরা শিকার শেখিয়েছো, আল্লাহ তোমাদের যা শিক্ষা দিয়েছেন, সেই অনুযায়ী। সুতরাং যা তারা ধরে রাখে তা খাও এবং তা জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।
5. **الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ ۖ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَهُمْ ۖ وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ ۗ وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِر
~-~~-~~~-~~-~
Please watch: "102) সূরা আত তাকাসুর | سورة التكاثر | Surah At Takaathur |"
• 102) সূরা আত তাকাসুর | سورة التكاثر | Sura...
~-~~-~~~-~~-~
Информация по комментариям в разработке