জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ / শিল্পাচার্য জয়নুল আবেদিন সমাধিসৌধ / Tomb of the National Poet

Описание к видео জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ / শিল্পাচার্য জয়নুল আবেদিন সমাধিসৌধ / Tomb of the National Poet

#বিদ্রোহী_কবি
#জাতীয়_কবি
#Tomb_of_the_National_Poet

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাবলিক লাইব্রেরির কাছেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি অবস্থিত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে ঢাকায় মৃত্যুবরন করেন। স্বাধীনতা যুদ্ধের পরপরই বিদ্রোহী কবিকে ভারত থেকে এদেশে নিয়ে আসা হয়। জীবনের শেষ প্রান্তে তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গানের মাধ্যমে ব্যাক্ত শেষ ইচ্ছা অনুযায়ী কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই সমাহিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) অতিক্রমের সময় অনেকেই কবির সমাধি দেখতে আসেন।

ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে প্রচুর বাস শাহবাগের উদ্দেশ্যে চলাচল করায় ঢাকার যেকোন স্থান থেকে লোকাল বাসে করে শাহবাগে পৌছাতে পারবেন। শাহবাগে পৌঁছে ১০/- টাকা রিকশা ভাড়ায় অথবা পায়ে হেঁটেই কবির সমাধিতে আসতে পারবেন।

কবি কাজী নজরুল ইসলামের সাথে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া শিল্পী কামরুল হাসান ও শহীদ বুদ্ধিজীবীদের সমাধিগুলো একটি পবিত্র স্থান হওয়ায় এখানে আপনাকে নীরবতা পালন করতে হবে। আপনি এখানে এসে জাতীয় কবি ও তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন।

Комментарии

Информация по комментариям в разработке