জাতীয় সঙ্গীতের মূল কারিগরের ভিটেমাটি দখল | গগন হরকরা | GOGAN HARKARA

Описание к видео জাতীয় সঙ্গীতের মূল কারিগরের ভিটেমাটি দখল | গগন হরকরা | GOGAN HARKARA

জাতীয় সঙ্গীতের মূল কারিগরের ভিটে দখল :
...................................................................
যে বাউল শিল্পীর গানের সুর থেকে আমাদের জাতীয় সঙ্গীতের সুর করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই গগন হরকরার বাড়ি বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ির পাশেই, আড়পাড়া গ্রামে। কোন উত্তরসুরী না থাকায়, বেহাত হয়ে গেছে তাঁর বসতবাড়ি।

গগন চন্দ্র দাম। পেশায় ছিলেন ডাক পিয়ন। সে কারণেই গগণ হরকরা নাম। একদিন এই খ্যাপা বাউল নিজের মনে তার গান গাইতে গাইতে, চিঠি বিলি করতে চলছিলেন। গানটি কান পেতে শোনেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুরটি বড় ভালো লেগে যায় তাঁর। কবি ও গগন বাউলের মধ্যে গড়ে ওঠেছিল সখ্য। গগন হরকরার সেই গানের সুরে, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে, 'রবীন্দ্র-বাউল' রচনা করেন তাঁর স্বদেশ পর্বের বিখ্যাত গান। যে গান আজ আমাদের জাতীয় সঙ্গীত।

আমাদের জাতীয় সঙ্গীত রচিত হলো যার গানের সুরে, তাঁর বাস্তুভিটার আজ অস্তিত্বই নেই। ভিটে সমান করে লাগানো হয়েছে মেহেগুনি গাছ। চলছে পাটের চাষও। ‘দাম ভিটা’ নামে পরিচিত গগনের ভিটেমাটি বেদখল হয়ে গেছে বহু আগেই।

একটি গান অমর করে রেখেছে গগন হরকরাকে। কুষ্টিয়া শহরের নিশান মোড়ে রয়েছে তাঁর ভাস্কর্য।

কৃতজ্ঞতা:
শরীফুল ইসলাম
কুষ্টিয়া প্রতিনিধি, এটিএন নিউজ

Комментарии

Информация по комментариям в разработке