#পাইকারি_বাজার #whole_sale_market #Trust
যে যে এলাকায় সস্তায় শুকনা মরিচ পাওয়া যায় । মরিচের ব্যবসা । অল্পপুজিতে ব্যবসা
Facebook link: / groups
প্রিয় দশক বৃন্দ আশা করি সবাই ভাল আছেন। আমি জয়ন্ত দাস সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানায়। যারা নতুন ব্যবসা করতে চান বা ব্যবসা শুরু করবেন বা যারা ব্যবসার ধারনা লাভ করতে চান তাদের জন্য এই চ্যানেলটি। এই চ্যানেলে ব্যবসা নিয়ে নতুন নতুন ধারনা দেওয়া হবে। যারা পাইকারি ব্যবসা করতে চান এবং পাইকারি বাজার দর সম্পকে ধারনা নিতে চান তাদের জন্য ভিডিও আপলোক করা হয়। এই চ্যানেল থেকে আপনা দেখতে এবং জানতে পারবেন মাছের পাইকারি বাজার ঢাকা , চট্রগ্রাম , ময়মনসিংহ এলাকার পাইকারি মাছের বাজার সম্পকে। আপনই আরো জানতে পারবেন পদ্মা নদীর মাছের দাম । ইংলিশ মাছের পাইকারি বাজার ,পাংগাস মাছের পাইকারি মাছের , শিং , মাগুর , কৈ , টেঙ্গরা ,রোই , কাতল , নদীর মাছের পাইকারি বাজার দর সম্পকে। চিংড়ি মাছের পাকারি বাজার । বাংলাদেশের ভিন্নি এলাকার পাকারি মাছের আরত বা আড়ত । কক্সবাজারের মাছের পাইকারি বাজার। ময়মনসিংহ অঞ্জলের মাছের বাজার। আমাদের এই চ্যালে কাচা বাজার সকল ধরনের ভিডিও দেওয়া হয়। কাচা বাজারের সকল খবর সবার আগে দেওয়া হয়। যারা কাচা বাজারের বা মালের যেমন আলু, মিষ্টি কুমড়া , ফুল কপি , বাধা কপি ,লাউ , লতি , করলা , মুখি , বেগুন , নতুন আলু, পেপে , কাচা কলা , পাকা কলা , মসলা , মরিচ , শুকনা মরিচ , কাচা মরিচ , গাজর , শসা , আধা , রসুন , হলুদ , ধনিয়া , ধনিয়া পাতার ব্যবসা করে চান তাদের জন্য ভিডিও আপলোড দেওয়া হয়। কোথা থেকে কাচা মাল সংগ্রহ করবেন কোন বাজারে কাচা মালের দাম সবচেয়ে কম । পাইকারি দামে কোথায় কাচা বাজারের মাল পাওয়া যায় সেই সমম্পকে ধাররনা পাবেন। আপনি কোথা দেশের সবচেয়ে বড় পাইকারি কাচামালের বাজার খুজে পাবেন। সবজি বিক্রি করে কত লাভ বা লোকসান হয় । কৃষকের কাছ থেকে সরাসরি কি ভাবে আপনি সবজি সংগ্রহ করবেন তার ভিডিও দেওয়া হয়। আমাদের দেশে প্রচুর পরিমানে গরু ,ছাগল , মহিষ , হাস , মুরগি , কবুতর ,রাজ হাস পাওয়া যায় । এই নিয়ে অনেকেই ব্যবসা করে থাকেন তাই আমরা এই ব্যবসার ভিডিও দিয়ে থাকি। আপনি পাইকারি বাজার সন্ধান পাবেন আমাদের কাছে থেকে।
Информация по комментариям в разработке